আজ পিজি থেকে ছুটি পেতে পারেন যশবন্ত সিনহা

রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের মতো আধুনিক পদ্ধতিতে ব্যথার সংবেদী স্নায়ুগুলি অসাড় করে কষ্ট কমানোর চেষ্টা করা হয়।

December 4, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

আজ, শনিবার হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। পিঠ ও কোমরের ব্যথায় ভুগছিলেন তিনি। হাঁটতেও সমস্যা হচ্ছিল।

এরপরই তাঁকে ভর্তি করা হয় পিজি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের মতো আধুনিক পদ্ধতিতে ব্যথার সংবেদী স্নায়ুগুলি অসাড় করে কষ্ট কমানোর চেষ্টা করা হয়।

জানা যাচ্ছে, অপারেশনের পর এদিন ওয়ার্ডের করিডরে হাঁটাহাঁটিও করেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen