বিনোদন বিভাগে ফিরে যান

সুরক্ষা বজায় রেখে বলিউডে শুটিং শুরু নিয়ে ৩৭ পাতার নির্দেশিকা

May 27, 2020 | < 1 min read

আর কত দিন বন্ধ থাকবে সিনেমা ইন্ডাস্ট্রি?চতুর্থ দফার লকডাউনও প্রায় শেষ হতে চলল। অনেক ক্ষেত্রেই শিথিল হয়েছে নিয়ম। ছবির শুটিংয়ের ক্ষেত্রে কী ভাবছে সরকার?ঠিক এই সব প্রশ্ন নিয়েই দিন কয়েক আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে ভিডিয়ো মিটিংয়ে বসেছিল ব্রডকাস্টার অ্যান্ড টেলিভিশন প্রোডিউসারস গিল্ড। সেই মিটিংয়ে উপস্থিত প্রযোজক এবং পরিচালক জেডি মাজেথিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সরকারের তরফে গ্রিন জোনে শুট চালু করার সবুজ সংকেত দেওয়া হয়েছে। কিন্তু সে ক্ষেত্রে প্রোডিউসারস গিল্ডের পক্ষ থেকে সরকারের কাছেসবরকম সুরক্ষা মেনে শুট চালু করার অ্যাকশন প্ল্যান জমা দিতে হবে।

সেই মতোই সোমবার প্রোডিউসারস গিল্ডের তরফ থেকে টুইটারে ৩৭ পাতার একটি অ্যাকশন প্ল্যান প্রকাশ করা হয়। সুরক্ষা বজায় রেখেও কী ভাবে কাজ করা যেতে পারে তার একটি নির্দেশাবলি প্রকাশ করেন তাঁরা। সামাজিক দূরত্ব বজায় রাখা,হাত ধোওয়ার মতো সাধারণ নিয়ম ছাড়াও মেকআপ আর্টিস্ট, অন্য টেকনিশিয়ানরাও কেমন করে আবার কাজে ফিরতে পারেন তা নিয়েও সেখানে ছিল নানা নির্দেশ। সেটে সিগারেট শেয়ার করা,হ্যান্ডশেক, কোলাকুলির মতো অভ্যাস বাদ দেওয়া থেকে শুরু করে তাপমাত্রা পরীক্ষা-সহ একগুচ্ছ নিয়মের কথা বলা হয় তাতে।

সেই টুইট শেয়ার করে প্রোডিউসারস গিল্ডের তরফ থেকে উদ্ধব ঠাকরের উদ্দেশে লেখা হয়, “নিরাপদে ফিল্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির আবার শুটে ফেরার প্রস্তাব খতিয়ে দেখার জন্য ধন্যবাদ। আমাদের তরফ থেকে এই গাইডলাইন প্রকাশ করা হল। আপনার অনুমতি পেলেই আমরা আবার কাজ শুরু করব।”

প্রোডিউসারস গিল্ড প্রস্তাবিত ওই শুটিংয়ে ফেরার ৩৭ পাতার গাইডলাইন আদৌ মেনে নেয় কি না মহারাষ্ট্র সরকার,তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন স্বপ্ননগরীর অভিনেতা-টেকনিশিয়ানরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #Lockdown, #Maharashtra, #Social Distancing, #Guidelines, #producers guild, #film shoot

আরো দেখুন