দেশ বিভাগে ফিরে যান

সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী ফ্রন্টে জরুরি নয় কংগ্রেস, বিস্ফোরক প্রশান্ত কিশোর

December 11, 2021 | 2 min read

সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী ফ্রন্টে আর অনিবার্য নয় কংগ্রেস (Congress)। ফের বিস্ফোরণ ঘটালেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলে দিলেন, কংগ্রেস ছাড়াও বিজেপি বিরোধী জোট সম্ভব। পিকের সাফ কথা, শুধু টুইট করে আর মোমবাতি মিছিল করে নরেন্দ্র মোদির (Narendra Modi) মতো নেতাকে হারানো যাবে না। কংগ্রেস নেতারা সেটা বোঝেন না।

মাসকয়েক আগে নিজেই বিজেপি (BJP) বিরোধী বৃহত্তর ফ্রন্ট গড়তে উদ্যোগী হয়েছিলেন পিকে। একাধিকবার বিরোধী শিবিরের সবচেয়ে সিনিয়র নেতা শরদ পওয়ারের সঙ্গে সাক্ষাৎও করেন ভোটকুশলী। সেসময় অবশ্য কংগ্রেসকে সঙ্গে নিয়েই ফ্রন্ট গড়ার কথা বলছিলেন পিকে। কিন্তু এখন তিনি বলছেন, পরিস্থিতি বদলে গিয়েছে। এখন কংগ্রেসের যা দুরবস্থা, তাতে তাদের বাদ দিলেও বিরোধী জোট গঠন করা সম্ভব।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোরকে বলতে শোনা গেল,”১৯৮৪ সালের পর আর একটা লোকসভা নির্বাচনও কংগ্রেস একার দমে জেতেনি। সব ভোটেই সরকার গড়তে কোনও কোনও দলের সমর্থন প্রয়োজন হয়েছে হাত শিবিরের। গত এক দশকে তো ৯০ শতাংশ নির্বাচনেই হাত শিবির পরাস্ত হয়েছে। কংগ্রেস নেতারা মনে করেন শুধু টুইট করে আর মোমবাতি মিছিল করে বিজেপিকে হারানো সম্ভব। কিন্তু এই ধারণা একেবারে ভুল।” পিকের (PK) সাফ কথা, কংগ্রেসকে যদি নিজেদের অবস্থা শোধরাতে হয়, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গান্ধী পরিবারের বাইরে কাউকে সভাপতি নির্বাচন করতে হবে।

আসলে, গত কয়েক মাসে দেশের রাজনৈতিক পটভূমি অনেকটাই বদলেছে। বাংলার বাইরে দেশের বেশ কয়েকটি রাজ্যে সংগঠন পোক্ত করে ফেলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। রাজ্যে রাজ্যে কংগ্রেস নেতারা দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছেন। দেশজুড়ে যখন কংগ্রেসের শক্তিক্ষয় এবং তৃণমূলের শক্তিবৃদ্ধি হচ্ছে, তখন পিকের এই কংগ্রেসহীন বিরোধী জোটের জল্পনা উসকে দেওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের ধারণা, ভোটকুশলীর মন্তব্যে স্পষ্ট, এখন থেকেই তৃণমূলকে কংগ্রেসের বিকল্প হিসাবে দেখছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Prashant Kishore, #Congress

আরো দেখুন