‘‌ঠিকানা দিয়ে দিক লোক ডেকে আনব’‌, শুভেন্দুর ‘ভোট লুটের’ পাল্টা পার্থ

আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন। তাই নিয়ে এখন প্রচার তুঙ্গে উঠেছে।

December 12, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

একুশের বিধানসভা নির্বাচনের পর এবার একুশের কলকাতা পুরসভা নির্বাচন (KMC Election 2021)। এই নিয়ে শাসক–বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। কখনও দিলীপ ঘোষ তো কখনও শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। তারই জবাব দিচ্ছেন শাসকদলের নেতা–মন্ত্রীরা। আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন। তাই নিয়ে এখন প্রচার তুঙ্গে উঠেছে।

আজ, রবিবাসরীয় প্রচারে বেরিয়ে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক কী বলেছেন শুভেন্দু?‌ এদিন তিনি বলেন, ‘‌মানুষ ভোট দিতে পারলে বিজেপিই জিতবে। ভোট লুট হলে তৃণমূল জিতবে। নন্দীগ্রামের মতো ভোট হলে বিজেপি জিতবে। ভবানীপুরের মতো ভোট হলে তৃণমূল জিতবে।’‌

এই মন্তব্যেরই পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রাজ্যে মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রাস্তায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘‌১৪৪টি ওয়ার্ডই তাঁরা জিতবেন প্রার্থীরা। ১৪৪টি ওয়ার্ডেই আমরা জিতব। কঠিন হোক বা সহজ, লড়াই হবে। মানুষের কাছাকাছি যাচ্ছি, সাড়া ভালই পাচ্ছি। আর যাঁরা ভোট দিতে না পারার কথা বলছেন, ঠিকানা দিয়ে দিক লোক ডেকে আনব। আসলে হারার ভয়ে এমনই বলতে হয়। তাই বলা হচ্ছে’।

এখন কলকাতা পুরসভার নির্বাচনের সময় সিঙ্গুরে বিজেপি ধর্ণা দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে দলের অন্দরেই ফিসফাস শুরু হয়েছে। এই বিষয় নিয়ে পার্থবাবুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‌প্রতিরোধের দরকার নেই। ওঁদের প্রতিরোধ করে লাভ কী! ওঁদের জনসমর্থন আছে? এখানে উন্মুক্ত গণতন্ত্র বিস্তৃত। এখানে সবাই সবার অধিকার প্রয়োগ করতে পারে।’‌

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen