এবার শুটিং ফ্লোরে ফিরছেন সাংসদ শতাব্দী

শতাব্দি এই ছবিতে কবীর বেদী,জাভেদ জাফরি,রাজেশ খট্টর, জাভেদ জাফরি, জাকির হোইসেন,অমিত বহেলদের মত নামজাদা অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। প্রায় এক দশকের বেশি সময় তিনি রুপোলি পর্দা থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন।

December 18, 2021 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

রাজনীতিতে যোগ দেওয়ার পর টলিউডের বেশকিছু অভিজ্ঞ অভিনেত্রী অনেকদিন পর আবার ফিরে যাচ্ছেন শুটিং ফ্লোরে। এদের মধ্যে এক সময়ের বিশিষ্ট টলি অভিনেত্রী তথা তৃণমূল-সাংসদ শতাব্দি রায়ও সেই একই পথে হাঁটলেন। অবশ্য তিনি টলিপাড়ার শুটিং ফ্লোরে ফিরলেন না। ফিরলেন হিন্দি ছবির শুটিংয়ে। ছবির নাম ‘দ্যা জঙ্গিপুর ট্রায়াল’। সম্প্রতি শুরু হয়েছে কোর্টরুম ড্রামা ঘরানার এই ছবির শুটিং। ছবিটি পরিচালনা করছেন বাঙালি পরিচালক দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়। ছবিতে এক আইনজীবীর চরিত্রে দেখা যাবে শতাব্দীকে।যিনি কয়েক দশক আগেকার একটি পুরনো মামলা আবার নতুন করে শুরু করে শোরগোল ফেলে দেবেন। শতাব্দি এই ছবিতে কবীর বেদী,জাভেদ জাফরি,রাজেশ খট্টর, জাভেদ জাফরি, জাকির হোইসেন,অমিত বহেলদের মত নামজাদা অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। প্রায় এক দশকের বেশি সময় তিনি রুপোলি পর্দা থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন।

রাজনীতির আঙিনাতে এই সময় তাঁকে বেশি দেখা গেছে। এবার রাজনীতির ময়দান থেকে সরে এসে নিজেকে আবার অভিনেত্রী হিসেবেই পর্দায় তুলে ধরতে চাইছেন সাংসদ শতাব্দি রায়। নতুন উদ্যোমে তোড়জোড় শুরু করেছেন আবার অভিনেত্রী হিসেবে রূপোলি পর্দায় নিজেকে তুলে ধরবেন বলে।দীর্ঘদিন পর আবার ক্যামেরার মুখোমুখি হয়ে শতাব্দি নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেছেন, ‘একটু নিঃশ্বাস নিতে চাইছিলাম, তাই আবার অভিনয়ে ফিরেছি। সৃজনশীল মানুষ হিসেবে সেটে ফিরে নিজেকে আবার জীবন্ত মনে হচ্ছে। মানুষ আমাকে চেনে সর্ব প্রথমে একজন অভিনেত্রী হিসেবে। মাঝে অবশ্য অনেকটা সময় রাজনীতি করেছি।’ এটি অবশ্য টলিউড অভিনেত্রী শতাব্দীর প্রথম হিন্দি ছবি নয়। এর আগে তিনি নয়ের দশকের তিনটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen