গঙ্গাসাগরে হোয়াটসঅ্যাপে ই-স্নান, ই-পুজো বুকিং
এবার সাগরমেলায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে ই-স্নান এবং ই-পুজোর সামগ্রী বুক করা যাবে। সেরকমই সুযোগ এনে দিচ্ছে জেলা প্রশাসন। ৭০০৩৯৬১১০৮ হোয়াটসঅ্যাপ নম্বরে ‘হাই’ লিখে পাঠালেই লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, গতবার ই-স্নানের জন্য শুধুমাত্র অনলাইনেই বুকিংয়ের ব্যবস্থা ছিল। শীঘ্রই বুকিং শুরু হবে বলে জানা গিয়েছে। এদিকে, ‘সবুজ গঙ্গাসাগর’-এর প্রচারে শনিবার গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদের উদ্যোগে একটি ট্যাবলোর সূচনা করা হল সাগরে। অনুষ্ঠানে সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা, বিডিও, গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদের কর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গঙ্গাসাগরকে পরিষ্কার, পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন জায়গায় গিয়ে এই ট্যাবলো প্রচার করবে।
দোকানদারদের বলা হয়েছে, তাঁরা যেন কোনওরকম প্লাস্টিক ব্যবহার না করেন। পর্যটক ও পুণ্যার্থীদেরও সেই বার্তা দেওয়া হবে। গতবারের মতো এবারও ইতিমধ্যে দোকানদারদের থেকে প্লাস্টিক সংগ্রহ অভিযান শুরু হয়ে গিয়েছে।