সংশয় দুই অঙ্কে ওঠা নিয়ে, তাই কি এক জোট রাম-বাম-শ্যাম? জল্পনা নেট পাড়ায়

সিপিএম, কংগ্রেস ও বিজেপি মিলিত ভাবে বিক্ষোভ দেখাল উত্তর কলকাতার বড়তলা থানার সামনে

December 19, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
(ছবি সংগৃহীত)

বেনজির বিক্ষোভ সমাবেশের সাক্ষী থাকল কলকাতা। সৌজন্যে রবিবাসরীয় পুরভোট। সিপিএম, কংগ্রেস ও বিজেপি মিলিত ভাবে বিক্ষোভ দেখাল উত্তর কলকাতার বড়তলা থানার সামনে। তিন বিরোধী দলের কর্মী সমর্থকরা রাস্তায় বসে তারস্বরে স্লোগান দিলেন তৃণমূলের বিরুদ্ধে।

সূত্রের খবর, সিপিএম, কংগ্রেস ও বিজেপি কলকাতার বহু বুথে এজেন্টই জোগাড় করতে পারেনি, তাই অজুহাতের সুযোগ নিয়েছে, বেশ কিছু জায়গায় অশান্ত ছড়িয়েছে। আজ ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধীরা এজেন্ট না দিতে পারলে তৃণমূল কী করতে পারে?

রাজনৈতিক মহল থেকে সমাজ মাধ্যম, সব জায়গায়ই দাবি, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন তা একেবারে সত্য, রবিবার পুরভোটের দিন সেটাই হাতেনাতে প্রমাণিত হয়ে গেল।

এতদিন তৃণমূল নেত্রী বলে এসেছেন, সিপিএম-কংগ্রেস ও বিজেপি আদপে জগাই-মাধাই ও গদাই। এদিন যেন সেই চিত্রই দেখা গেল ১৭ নম্বর ওয়ার্ডের বড়তলা থানা এলাকায়। রবিবার দুপুরে ভোটে বেনিয়মের অভিযোগ তুলে থানার সামনে অবস্থানে বসেন সিপিএম প্রার্থী শ্রাবণী চক্রবর্তী। তাঁর দাবি, পুর নির্বাচনে বেনিয়ম হচ্ছে। ভোট বাতিল করতে হবে। এর পর তাঁর বিক্ষোভে যোগ দেন কংগ্রেস প্রার্থী মৌমিতা কালি। একইসঙ্গে বিক্ষোভে বসেন বিজেপি নেতা-কর্মীরাও। সকলের মুখেই এক রা, বাতিল করতে হবে পুরভোট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen