গণ উৎসবে গণতন্ত্রের জয়: মমতা

ছোট লালবাড়ি দখলের লড়াইতে বিরোধীদের পিছনে ফেলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জোড়াফুল শিবির

December 21, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

ছোট লালবাড়ি দখলের লড়াইতে বিরোধীদের পিছনে ফেলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জোড়াফুল শিবির। আজ ইভিএম খুলতেই বিপুল জনাদেশ নিয়ে কলকাতা পৌরসভায় তৃণমূলের হ্যাটট্রিক নিশ্চিত হয়ে গিয়েছে। এই বিপুল জয়ের পরে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতাবাসীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, “কলকাতার নাগরিকবৃন্দ যেভাবে আমাদের সমর্থন করেছেন, আমি মা মাটি মানুষকে ধন্যবাদ জানাতে চাই।”

এই অভুতপূর্ব জয়ের প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের এই জয়ের কারণ আমরা এই মাটির সন্তান। আমরা আকাশে উড়ে বেড়াই না। আমরা মাটি কামড়ে পড়ে থাকি। গণ উৎসবে গণতন্ত্রের জয় হয়েছে। এটাই মানুষের জয়। এই নির্বাচনটা হয়েছে উৎসবের মেজাজে।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “কলকাতা আমাদের গর্ব। বাংলা আমাদের গর্ব। বাংলাই আগামীদিনে দেশকে পথ দেখাবে। দুটি জাতীয় দল আমাদের বিরুদ্ধে লড়েছে। অবশ্যই আমাদের এই জয় জাতীয় রাজনীতিতে প্রভাব পড়বে।”

বিরোধীদের প্রসঙ্গে মমতার বক্তব্য, ” বিজেপি, সিপিএম ভোকাট্টা। কংগ্রেস এই দুই দলের মধ্যে স্যান্ডুইচ। এই জয় মানুষের জয়।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen