বিধানসভায় ‘শূন্য’ বাম বিজেপিকে টপকে দুই নম্বরে
হামেশাই বামেরা ‘শূন্য’ হয়েছে বলে কটাক্ষ করে থাকেন বিজেপি নেতারা। এবার সেই বামেদের বিরুদ্ধে পিছিয়ে পড়ল বিজেপি। কলকাতা পুরনিগমে এক নম্বর বরোয় প্রাথমিকভাবে দ্বিতীয় স্থানে উঠে এল বামেরা। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, ন’টি ওয়ার্ডেই এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে ঠেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা।
১ নম্বর ওয়ার্ড: এগিয়ে তৃণমূল প্রার্থী কার্তিকচন্দ্র মান্না। তিনি পেয়েছেন ১,৮২০ টি ভোট। দ্বিতীয় স্থানে সিপিআইএম প্রার্থী পল্লব মুখোপাধ্যায়।
২ নম্বর ওয়ার্ড: এগিয়ে তৃণমূল প্রার্থী কাকলি সেন। তিনি পেয়েছেন ১,৬০৮ টি ভোট। দ্বিতীয় স্থানে সিপিআইএম প্রার্থী দেবলীনা সরকার।
৩ নম্বর ওয়ার্ড: এগিয়ে তৃণমূল প্রার্থী দেবিকা চক্রবর্তী। তিনি পেয়েছেন ৮২৩ টি ভোট। দ্বিতীয় স্থানে সিপিআইএম প্রার্থী নমিতা দাস।
৪ নম্বর ওয়ার্ড: এগিয়ে তৃণমূল প্রার্থী গৌতম হালদার। তিনি পেয়েছেন ১,৩২৭ টি ভোট। দ্বিতীয় স্থানে সিপিআইএম প্রার্থী কানাইলাল পোদ্দার।
৫ নম্বর ওয়ার্ড: এগিয়ে তৃণমূল প্রার্থী তরুণ সাহা। দ্বিতীয় স্থানে সিপিআইএম প্রার্থী রমেশ পান্ডে।
৬ নম্বর ওয়ার্ড: এগিয়ে তৃণমূল প্রার্থী সুমন সিং। দ্বিতীয় স্থানে সিপিআই প্রার্থী সাগিনা বেগম।
৭ নম্বর ওয়ার্ড: এগিয়ে তৃণমূল প্রার্থী বাপী ঘোষ। দ্বিতীয় স্থানে সিপিআইএম প্রার্থী মহন্তপাস কুণ্ডু।
৮ নম্বর ওয়ার্ড: এগিয়ে তৃণমূল প্রার্থী পূজা পাঁজা। দ্বিতীয় স্থানে সিপিআইএম প্রার্থী মাধব বসু।
৯ নম্বর ওয়ার্ড: এগিয়ে তৃণমূল প্রার্থী মিতালি সাহা। দ্বিতীয় স্থানে সিপিআইএম প্রার্থী দীপিকা ভট্টাচার্য।