কলকাতা পুরভোটে বিপুল জয়, শহরবাসীকে টুইটারে ধন্যবাদ তৃণমূলের
দলের উপর ফের একবার ভরসা রাখার জন্য শহরবাসী ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
Authored By:

কলকাতা পৌরসভার নির্বাচনে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। জয়ের পরই কলকাতাবাসীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরভোট জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি টুইটে লেখেন, “মনে রাখবেন কৃতজ্ঞতার সঙ্গে মানুষের কাজ করতে হবে”। তাঁর দলের উপর ফের একবার ভরসা রাখার জন্য তিনি শহরবাসী ধন্যবাদ জানিয়েছেন।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, “ কলকাতাবাসী আবারও প্রমান করলেন, বাংলা হিংস ও বিদ্বেষমূলক রাজনীতির জায়গা নয়।“ এই বিপুল জনাদেশের জন্য তিনিও প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন। কলকাতার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন বলেও জানান তিনি।
দলীয় তরফে টুইটারে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমগ্র কলকাতাবাসীকে ধন্যবাদ জানানো হয়েছে। টুইটে লেখা হয়েছে, “মানুষের আশীর্বাদ ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আমাদের উপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। আগামী বছরগুলিতে কলকাতার অগ্রগতির কাজ করতে তৃণমূল দৃঢ় প্রতিজ্ঞ।”