কলকাতা বিভাগে ফিরে যান

পুরসভার কাজের খতিয়ান পেশ করা হবে রিপোর্ট কার্ডে, জানালেন ফিরহাদ

December 21, 2021 | 2 min read

পুরভোটে কলকাতার সর্বত্রই সবুজ ঝড়। জোড়া ফুলের সুনামিতে কার্যত ভেসে গিয়েছে বিরোধীরা। কলকাতার রাস্তা থেকে শুরু করে ওলিগলি ভরে গেছে সবুজ আবিরে। প্রত্যাশামতোই ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ ওয়ার্ডই তৃণমূলের দখলে। এখন শুধু কলকাতা পুরসভায় তৃণমূলের বোর্ড গঠন করার অপেক্ষা। বোর্ড গঠন হলে সে ক্ষেত্রে কোন কোন কাজে জোর দেবে তৃণমূল তা কিছুটা ইঙ্গিত দিলেন ফিরহাদ হাকিম। সেই সঙ্গে পুরসভার কাজ সম্পর্কে মানুষকে অবগত করার জন্য রিপোর্ট কার্ড পেশ করার কথাও বললেন ফিরহাদ।

তিনি বলেন,’ আমরা চাই পুরসভা কি কাজ করছে এবং কতটা সেই কাজ সম্পন্ন হয়েছে তা মানুষের কাছে তুলে ধরতে। সাধারণ মানুষ পুরসভার কাজ সম্পর্কে অবগত থাকবেন। এরজন্য বছরে একবার করে আমরা রিপোর্ট কার্ড পেশ করব।’

ভোট গণনার দিন সকাল থেকেই ফিরহাদকে দেখা গিয়েছে খোশমেজাজে। পুরসভা ভোটে বিপুল জয়ের মানুষের প্রত্যাশা পূরণের জন্য তৃণমূল আরও পরিশ্রম করবেন বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন,’ মানুষ দুহাত তুলে আমাদের আশীর্বাদ করেছে। এই জয়ের ব্যবধান বিধানসভা ভোটের নিরিখেও কিছুটা বেশি। মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমরা দিন-রাত পরিশ্রম করব। মানুষের প্রতি দায়বদ্ধতা থাকা হলো আমাদের ধর্ম।’

অন্যদিকে, জল যন্ত্রণা নিয়ে কলকাতাবাসির অভিযোগ দীর্ঘদিনের। পুরসভার পক্ষ থেকে বর্ষার জল নামানোর জন্য ব্যবস্থা নেওয়া হলেও সে ক্ষেত্রে কলকাতার বহু ওয়ার্ডে জল জমে থাকতে দেখা যায়। সে ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এই সমস্যা নিয়ে তৃণমূলকে বহু বার আক্রমণ করেছে বিরোধীরা। তবে ভোটে জেতার পর ফিরহাদ শহরকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য নতুন করে পাম্প বসানোর কথা জানিয়েছেন। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,’ শহরের নিকাশি ব্যবস্থার উন্নত করার জন্য নতুন করে ২০০ টি পাম্প বসানো হবে। সেটাই আমাদের প্রথম কাজ। ‘

TwitterFacebookWhatsAppEmailShare

#firhad hakim, #KMC Election 2021

আরো দেখুন