কলকাতা বিভাগে ফিরে যান

এবার প্রধান বিরোধী দলনেতার আসন শূন্য থাকছে কলকাতা পুরসভায়!

December 22, 2021 | < 1 min read

নজিরবিহীন ভাবে এবার কলকাতা পুরসভা থাকছেন না কোনও বিরোধী দলনেতা (Opposition Leader)। কারণ, আইন অনুযায়ী কলকাতা পুরসভার প্রধান বিরোধীদলের মর্যাদা পেতে ন্যূনতম ১০ শতাংশ আসন পেতে হয়। অর্থাৎ ১৪৪টির মধ্যে পেতে হবে ১৫টা আসন। কিন্তু মাত্র দুটি আসন রয়েছে বামেদের হাতে। কংগ্রেসেরও তাই। বিজেপি (Bjp) বিধানসভা নির্বাচনে আসন সংখ্যার নিরিখে বিরোধীদলের মর্যাদা পেলেও, কলকাতা পুরভোটে তাদের ঝুলিতে তিনটি আসন। সুতরাং নিয়ম অনুযায়ী, আগামী পাঁচবছর প্রধান বিরোধী দলনেতার আসন শূন্য থাকছে কলকাতা পুরসভায়।

২০১৫-তেই প্রথম ১৪৪টি ওয়ার্ডে ভোট হয়। সেবার তৃণমূল জেতে ১১৪টি আসন। বামেরা (Left) ১৪টিতে। বিজেপি ৭টি, কংগ্রেস (Congress) ৫টি এবং অন্যান্যরা ৩টি আসনে। প্রধান বিরোধী দলের মর্যাদা পায় বামেরা। ২০২১-এর বিধানসভা নির্বাচনে খালি হাতেই থাকতে হয়েছে বামেদের। কলকাতা পুরভোটে ঝুলিতে এসেছে মাত্র দুটি আসন। কিন্তু এবার দুই অঙ্কও পেরোয়নি কোনও বিরোধীদল। ফলে এবার কোনও বিরোধী দলনেতা পাচ্ছে না কলকাতা পুরসভা।

TwitterFacebookWhatsAppEmailShare

#KMC Election 2021, #Kolkata Municipal Corporation, #KMC

আরো দেখুন