বিনোদন বিভাগে ফিরে যান

উল্টো ব্যাট ধরেই সেঞ্চুরি করল উমা, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের বন্যা

December 27, 2021 | 2 min read

ঘটনার ঘনঘটা বাংলা ধারাবাহিকে চলতেই থাকে। মাঝে মধ্যেই এমন ঘটনা ঘটে যায়, যা সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে ওঠে। এবার জোর চর্চা ধারাবাহিক ‘উমা’ (Uma Serial) নিয়ে। সিরিয়ালের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যাতে কেন্দ্রীয় চরিত্র উমাকে উলটো ব্যাট ধরতে দেখা দেখা যাচ্ছে। তা নিয়েই চলছে কটাক্ষের পালা।

এ ছবির সত্যতা টিম দৃষ্টিভঙ্গি যাচাই করেনি। তবে তাতে “উলটো ব্যাট ধরে সেঞ্চুরি!” কথাটি লেখা হয়েছে। আর ক্যাপশনে লেখা হয়েছে, “বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার যিনি উলটো ব্যাট ধরে চুড়িদার পরেই সেঞ্চুরি করার রেকর্ড করেছেন। সারা উমা দ্যা টেলর ( নিউজিল্যান্ড)। সোর্স- জলের অপর নাম জীবন, আর জীবন মানেই জি বাংলা।”

“জি বাংলা না থাকলে জানতেও পারতাম না কেন মোটামুটি ভাল ব্যাট করতে পেরেও ক্রিকেটার হতে পারলাম না। এ ছবিটা দেখে বুঝতে পারলাম ব্যাটের উলটো দিক দিয়ে মানে ফ্ল্যাট দিকটা দিয়ে এতদিন বল মেরে এসেছি আসলে উঁচু দিকটা দিয়ে বল মারতে হয়…”, বিদ্রুপ করে এমন মন্তব্যও করা হয়েছে।

বাংলা সিরিয়ালে এমন ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ‘কে আপন কে পর’ ধারাবাহিকের জবা চরিত্রকে খালি হাতে বোমা নিষ্ক্রিয় করতে দেখা গিয়েছে। ‘কৃষ্ণকলি’ ওরফে ‘শ্যামা’র দুনিয়ায় আবার বাথরুম স্ক্রাবার দিয়ে ইলেকট্রিক শকের মাধ্যমে মরণাপন্ন রোগীকে বাঁচিয়ে তোলার ঘটনাও দেখানো হয়েছে। ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘তিতলি’ বধির হয়েও বিনা প্রশিক্ষণে দিব্যি চালিয়ে ফেলেছে আস্ত বিমান। এবার ‘উমা’র উলটো হাতে ব্যাট ধরার ছবি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। সিরিয়ালে উমার চরিত্রে রয়েছেন নবাগতা শিঞ্জিনী চক্রবর্তী (Shinjini Chakraborty)। মডেল থেকে এবার ধারাবাহিকে জগতে এসেছেন শিঞ্জিনী। তাঁর বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cricket, #Social Media, #bat, #Uma, #Tele serial

আরো দেখুন