দেশ বিভাগে ফিরে যান

২৪ কোটির জোড়া মার্সিডিজ কিনে বিতর্কে মোদী সরকার, দায়সারা সাফাই কেন্দ্রের

December 30, 2021 | 2 min read

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্বস্তিতে। চরম বিব্রত বিজেপি। প্রধানমন্ত্রীর নতুন গাড়ি মার্সিডিজ মেবাখ এস৬৫০ গার্ড এখন দেশজুড়ে শিরোনামে। আছড়ে পড়ছে একের পর এক প্রশ্ন। মঙ্গলবার থেকে তুমুল বিতর্কের ভরকেন্দ্র এই গাড়ি এবং অবশ্যই তার দাম। নরেন্দ্র মোদীর জন্য এসেছে ২৪ কোটি টাকার একজোড়া গাড়ি। তাতে চড়তে দেখাও গিয়েছে মোদীকে। কী তার খুঁটিনাটি, কতটা বিলাসবহুল, নিরাপত্তার খাতিরে তাতে কী কী বদল করা হয়েছে? এই সব খবর যত ছড়িয়েছে, ততই অস্বস্তি বেড়েছে স্বয়ং প্রধানমন্ত্রীর। বিরোধী নেতানেত্রী থেকে সাধারণ মানুষ। অবস্থা এমনই অস্বস্তিকর যে, বুধবার দিনভর মোদি সরকার ব্যস্ত থাকল ড্যামেজ কন্ট্রোলে। করোনাপর্বে এখনও যতিচিহ্ন টানা যায়নি। বরং সিঁদুরে মেঘের মতো তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ঘুরেফিরে আসছে। দেশজুড়ে জীবন-জীবিকা এখনও নড়বড় করছে। পারদ চড়ছে মুদ্রাস্ফীতির। দেশের এহেন অবস্থায় ‘আম আদমির’ রাষ্ট্রপ্রধানের জন্য কোটি কোটি টাকা ব্যয়ে গাড়ি! 


চূড়ান্ত বেকায়দায় পড়ে এদিন খোদ প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে সরকারিভাবে জানানো হল, মোদীর জন্য আনা ওই গাড়ির দাম ১২ কোটি টাকা নয়। বরং অনেকটাই কম। খুব বেশি হলে ৪ কোটি। দু’টি গাড়ি আনা হয়েছে। অর্থাৎ দাম পড়েছে ৮ কোটি টাকা। কিন্তু কখনওই তা ১২ কোটি নয়। একইভাবে মোদীর গাড়ি আপগ্রেডেশনের জল্পনাও নাকি সত্যি নয়! সরকারের বক্তব্য, স্পেশাল প্রোটেকশন গ্রুপের নিয়ম অনুযায়ী ভিভিআইপি সিকিউরিটির ক্ষেত্রে ছ’বছর অন্তর গাড়ি বদলাতে হয়। এক্ষেত্রেও তাই হয়েছে। নরেন্দ্র মোদি ২০১৪ সাল থেকে বিএমডব্লু, রেঞ্জ রোভার ভোগ এবং টয়োটা ল্যান্ড ক্রুজার ব্যবহার করেছেন। এবার নিয়ম মাফিক মোদীর জন্য এসেছে নতুন গাড়ি মার্সিডিজ মেবাখ এস৬৫০ গার্ড। বিরোধীদের সমালোচনার জবাবে বুধবার একে নিছকই রুটিন পরিবর্তন বলে দাবি করেছে সরকার। বিরোধীরা কিন্তু তাতে গলছে না। মঙ্গলবার থেকেই মোদিকে টার্গেট করে লাগাতার তাদের কটাক্ষ ও আক্রমণ চলছে। বিরোধী বক্তব্য, মন কি বাতে প্রধানমন্ত্রী দেশবাসীকে বলছেন আত্মনির্ভরতার কথা। দেশি ব্র্যান্ড ব্যবহারের নিদান দিচ্ছেন তিনি। অথচ তিনি নিজেই মেবাখ গাড়ি, দেড় লক্ষ টাকার মেবাখ সানগ্লাস, আর্মানি স্যুট ছাড়া ব্যবহার করেন না! আগামী বছর একঝাঁক রাজ্যে ভোট। প্রধানমন্ত্রী নিয়ম করে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে গিয়ে বিরোধীদের আক্রমণ করে চলেছেন। নিজেকে এবং তাঁর ছত্রচ্ছায়ায় থাকা সরকারকে গরিবদরদি আখ্যাও দিচ্ছেন। অথচ, প্রধানমন্ত্রীর নিজের জীবন যাপনই হাই প্রোফাইল। বিরোধীদের এই অভিযোগ যাতে ভোটে প্রভাব না ফেলে, সেই কারণেই সরকার এখন মরিয়া। আর তাই ড্যামেজ কন্ট্রোল।

বিরোধী প্রচারকে অসত্য প্রমাণের মরিয়া চেষ্টা। প্রসঙ্গত, মোদির জন্য যে মার্সিডিজ মেবাখ এস৬৫০ গার্ড আনা হয়েছে, সেই একইরকম গাড়ি এর আগে ব্যবহার করতেন ভ্লাদিমির পুতিন। কিন্তু সম্প্রতি সেই গাড়ি ছেড়ে রাশিয়ার প্রেসিডেন্ট অরাস সেনাত লিমুজিন ব্যবহার শুরু করছেন। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য রয়েছে ক্যাডিলাক লিমুজিন (দ্য বিস্ট)। চীনের প্রেসিডেন্ট জি জিনপিং ব্যবহার করেন হঙ্কি ফাইভ। নরেন্দ্র মোদীই বা পিছিয়ে থাকেন কেন?

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #PM Modi, #Controversies, #Mercedes

আরো দেখুন