মহার্ঘ রান্নার গ্যাস সিলিন্ডার

টানা তিন মাস দাম কমার পর ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। কলকাতায় চলতি মাসে ১৪.২-কেজির গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ৩১.৫০ টাকা বেড়ে হয়েছে ৬১৬ টাকা এবং নন-ডমেস্টিক ১৯-কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ১০৭ টাকা ৫০ পয়সা।

June 2, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

টানা তিন মাস দাম কমার পর ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। কলকাতায় চলতি মাসে ১৪.২-কেজির গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ৩১.৫০ টাকা বেড়ে হয়েছে ৬১৬ টাকা এবং নন-ডমেস্টিক ১৯-কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ১০৭ টাকা ৫০ পয়সা।

জুন মাসে রান্নার গ্যাসের দাম বাড়ায় গ্রাহকরা ভর্তুকির টাকা পাবেন। ওই টাকা ঢুকবে তাঁদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মে মাসে গ্যাসের দাম ভর্তুকির থেকেও বেশি কমে যাওয়ায় তাঁরা ভর্তুকির টাকা পাননি। গত ১৩ মে ‘এই সময়’-এর পাঠকদের আমরা জানিয়েছিলাম, জুনে রান্নার গ্যাসের দাম বাড়বে। বিশেষজ্ঞদের মতে, সিলিন্ডার প্রতি দাম ১০০ টাকা মতো বাড়ানোর প্রয়োজন থাকলেও দাম অনেকটাই কম বাড়ানো হয়েছে। তাই জুলাইতেও রান্নার গ্যাসের দাম বাড়তে পারে বলে তাঁরা মনে করছেন।

জুনের কন্ট্রাক্ট প্রাইসের উপরেই ঠিক হবে ভারতের খুচরো বাজারে জুলাইতে সিলিন্ডারের দাম। তাই আজকের দিনে ভারতীয় টাকার তুলনায় মার্কিন ডলারের যা দাম রয়েছে, তাই-ই যদি থাকে, সে ক্ষেত্রে জুলাইতে গার্হস্থ্য ১৪.২ কিলো সিলিন্ডারের দাম ১-২ টাকা কমা বা একই থাকা উচিত। যদিও দাম বাড়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল।

মহার্ঘ রান্নার গ্যাস সিলিন্ডার

এক বিশেষজ্ঞের বক্তব্য, ‘জুলাইতে আন্তর্জাতিক বাজারে দাম কমলেও তার সুবিধা দেশবাসীকে সরকার না-ও দিতে পারে। কারণ, যেখানে জুনে ১০০ টাকার বেশি দাম বাড়ানোর প্রয়োজন ছিল, সেখানে আম-আদমিকে কিছুটা স্বস্তি দিতে দাম বাড়ানো হয়েছে ৩১ টাকা ৫০ পয়সা। ফলে, সেই অঙ্কে আগামী মাসে গার্হস্থ্য এলপিজি-র দাম ফের কিছুটা বাড়তে পারে।’

আন্তর্জাতিক বাজারে পেট্রল-ডিজেলের দাম কমার সুবিধা ভারতবাসীকে দেয়নি মোদী সরকার। যখনই অপরিশোধিত তেলের দাম কমেছে, তখনই ভারতে পেট্রল, ডিজেলের উৎপাদন শুল্ক ও সেস বাড়িয়েছে কেন্দ্র। সম্প্রতি, করোনা-লকডাউনের মধ্যেও তারা একই পথে হেঁটে পেট্রল, ডিজেলের দাম বাড়িয়েছে। তবে এলপিজি ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে দাম কমার সুবিধা দেশবাসীকে দিয়েছে কেন্দ্র। এক রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থা কর্তার যুক্তি, ‘ফেব্রুয়ারিতে কলকাতায় গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৮৯৬ টাকা, যা টানা তিন মাসে ৩১১. ৫০ টাকা কমে মে মাসে দাঁড়িয়েছিল ৫৮৪.৫০ টাকা। বর্তমানে রাজ্যে গার্হস্থ্য এলপিজি গ্রাহক সংখ্যা ২ কোটি ২৬ লক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen