শিয়রে নির্বাচন, পাঁচ রাজ্যের করোনা টিকার শংসাপত্রে থাকবে না মোদীর ছবি
পাঁচ রাজ্যের নির্বাচনের জন্য টিকার শংসাপত্র থেকে সরানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। সেজন্য কো-উইন পোর্টালে ইতিমধ্যে ‘ফিল্টার’ লাগিয়েছে কেন্দ্রীয স্বাস্থ্য মন্ত্রক। শুধুমাত্র ওই পাঁচ রাজ্যের (গোয়া, মণিপুর, পঞ্জাব, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড) ক্ষেত্রেই করোনা টিকার শংসাপত্রে মোদীর ছবি থাকবে না।
সূত্রের খবর, শনিবার রাতেই সেই ‘ফিল্টার’ লাগানো হয়েছে। তার ফলে ওই পাঁচ রাজ্যে যাঁরা টিকা নেবেন, তাঁদের শংসাপত্রে মোদীর নাম এবং ছবি থাকবে না।
শনিবারই গোয়া, মণিপুর, পঞ্জাব, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। তার ফলে শনিবার থেকে নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়েছে।
গোয়ার ৪০ টি আসনে ভোটগ্রহণ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। পঞ্জাবের ১১৭ টি আসনে ১৪ ফেব্রুয়ারি ভোট হবে। উত্তরপ্রদেশে সাত দফায় ভোট হবে – ১০ ফেব্রুয়ারি, ১৪ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি, ৩ মার্চ এবং ২৭ মার্চ। মণিপুরে ভোটগ্রহণ হবে দুই দফায় – আগামী ২৭ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ। ওই রাজ্যে মোট আসন ৬০ টি।