করোনা আক্রান্ত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ
এদিন টুইটে নিজের কোভিড আক্রান্ত হওয়ার খবর দেন। বর্ষীয়ান বিজেপি নেতা টুইটে লেখেন, “আজ করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
January 10, 2022
|
< 1 min read
Authored By:

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন টুইটে নিজের কোভিড আক্রান্ত হওয়ার খবর দেন। বর্ষীয়ান বিজেপি নেতা টুইটে লেখেন, “আজ করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মৃদু উপসর্গ রয়েছে। এখন আমি বাড়িতেই নিভৃতবাসে আছি। সম্প্রতি যারা আমার সন্নিকটে এসেছিলেন তাঁদের বলব টেস্ট করিয়ে নিন এবং আইসোলেট থাকুন।”