এই মুহূর্তে একটাই লড়াই – ইন্ড্রাস্ট্রি আর এমপ্লয়মেন্ট: মমতা বন্দ্যোপাধ্যায়
বিভিন্ন শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ থেকে নানা উদ্যোগের কথা জানিয়েছেন।

এই মুহূর্তে লড়াই একটাই, ইন্ড্রাস্ট্রি আর এমপ্লয়মেন্ট তৈরি করা। ফের চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হয়ে নেতাজি ইনডোর থেকে এই বার্তাই দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় এই নিয়ে তৃতীয় দফার শাসন ভার চালাচ্ছেন তিনি। তৈরি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দিনে দিনে তৃণমূল বহরে বেড়েছে অনেক বেশি।
ব্যাপক জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় বারেবারে ফিরলেও সাধারণ মানুষ থেকে বিরোধী দল, বারবার অভিযোগ করেছে মমতা জামানায় চাকরি নেই, শিল্প নেই। রাজ্যের বিরোধী দল, বাম শিবির বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এর দলের গায়ে একপ্রকার শিল্প বিরোধী ট্যাগ সাটিয়ে দিয়েছে।
তবে ইদানিং কালে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই ট্যাগ সরাতে উদ্যোগী। বিভিন্ন শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ থেকে নানা উদ্যোগের কথা জানিয়েছেন। আজ ফের চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হয়েই তিনি জানিয়ে দিলেন এই মুহূর্তে লড়াই একটাই ইন্ড্রাস্ট্রি আর এমপ্লয়মেন্ট।
নেতাজি ইনডোর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী জানালেন, “আমাদের যা সোশ্যাল স্কিম সারা পৃথিবীতে নেই। এবার আমার একটাই লড়াই ইন্ড্রাস্ট্রি এবং এমপ্লয়মেন্ট। অনেক হয়েছে। বাদ বাকিটাও করতে হবে।”
কেন্দ্রের ভাবনা এবং বাজেটকে কটাক্ষ করে বলেছেন, “কালকে একটা বাজেট গেল, এমপ্লয়মেন্ট শূন্য, খাদ্য শূন্য, কিষান শূন্য, শ্রমিক একশ দিন টিমটিম করে জ্বলছে। এভাবে নয়, আমরা চাই মানুষ তৈরি হোক।” উন্নততর দলের থেকে এবার উন্নততর মানুষ তৈরির ভাবনার কথাও বলেছেন তিনি।