সরস্বতী পুজোয় প্রকাশ্যে এল দেবের নতুন বাংলা ছবি ‘প্রজাপতি’-র প্রথম পোস্টার

টনিকের পর দেবের সঙ্গে এই ছবিরও প্রযোজনা করবেন অতনু রায়চৌধুরী।

February 5, 2022 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

বক্স অফিসে দারুণ সফল দেব (Dev) ও পরাণ বন্দ্য়োপাধ্যায়ের জুটির ছবি ‘টনিক’ (Tonic)। একের পর এক শো একেবারে হাউজফুল। একদিকে বক্স অফিসে যখন হলিউডি ‘স্পাইডারম্যানে’র দাপটে কাত হয়েছে বলিউডের ‘৮৩’, সেখানে টলিউডের ‘টনিক’ কিন্তু বাজি মেরেছে একেবারে নিজের কায়দায়। বয়সকে ফুঁ মেরে উড়িয়ে আনন্দে বেঁচে থাকার, স্বপ্নপূরণের গল্পেই বছরের শেষমাসে দর্শকদের মন জিতে নিলেন দেব। এই সাফল্যকে সঙ্গে নিয়েই বছরের শুরুতে দেব ঘোষণা করলেন নতুন ছবি ‘প্রজাপতি’র। আর এবার সরস্বতী পুজোর দিন সোশ্যাল মিডিয়ায় সেই ছবিরই পোস্টার শেয়ার করলেন দেব।

এদিন টুইট করে দেব লেখেন, ‘বাঙালির Valentines Day – তে সারাদিন হোক মাতামাতি,খুব শীঘ্রই উড়বে আমাদের বিয়ের “প্রজাপতি” ।’

টনিকের পর দেবের এই ছবিও পরিচালনা করবেন অভিজিৎ সেন। এমনকী, টনিকের পর দেবের সঙ্গে এই ছবিরও প্রযোজনা করবেন অতনু রায়চৌধুরী।

বছরের শুরুতে দেব তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন দুটি ছবি। একটাতে লাল রঙে বড় বড় করে লেখা ছবির নাম ‘প্রজাপতি’। আরেকটিতে দেখা গেল, পাহাড়ী নদীর ধারে পরিচালক ও প্রযোজকের সঙ্গে দাঁড়িয়ে আছেন দেব। ছবি দুটি শেয়ার করে দেব লিখলেন, ‘ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের ডিসেম্বর মাসের ২৩ তারিখ আমরা আবার আসছি নতুন ছবি নিয়ে। ছবির নাম প্রজাপতি।’

অন্যদিকে, দেবের বান্ধবী ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দেবের সঙ্গে একটি ছবি। ছবিতে দেখা গিয়েছে, দেবের পরনে হলুদ রঙের পাঞ্জাবি। রুক্মিণীর পরনে হলুদ রঙের শাড়ি। রুক্মিণী লিখলেন, ‘হলুদ শাড়ি ও পাঞ্জাবিতে আজ মেতে উঠুক মন,সঙ্গে থাকুক ভালোবাসা ঠিক ” #Kishmish ” – এর মতন।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen