৩ দিনে ১ কোটি আয় করে বক্স অফিসে ঝড় তুলল ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’

সদ্য মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’।

February 8, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

সদ্য মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। শুরুতেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। সপ্তাহান্তে সুনীল গঙ্গোপাধ্যায় সৃষ্ট কাকাবাবুর চরিত্রে প্রসেনজিত্ চট্টোপাধ্যায়কে দেখার জন্য সিনেমা হলে ভিড় জমিয়েছিলেন দর্শক। সোমবার প্রযোজনা সংস্থা এসভিএফের অন্যতম কর্ণধার মহেন্দ্র সোনি টুইট করে জানিয়েছেন, ৩ দিনেই এই ছবির ব্যবসার অঙ্ক ১ কোটি ছাড়িয়ে গিয়েছে।

বাংলায় সাম্প্রতিক কালে সপ্তাহান্তে এই ছবির ব্যবসার অঙ্কই সবচেয়ে বেশি বলে তাঁর দাবি। সৃজিত এবং প্রসেনজিত্ দু’জনেই দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন। পরিচালকের কথায় চলতি বছরের প্রথম সুপারহিট ছবি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। সুনীল গঙ্গোপাধ্যায়র লেখা ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ কে ভিত্তি করে এই ছবি তৈরি হয়েছে। মহামারীর কারণে বহুবার ছবির মুক্তি পিছিয়েছে। অবশেষে এ যেন আক্ষরিক অর্থে কাকাবাবুর প্রত্যাবর্তনই ঘটেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen