কাল শুরু আইপিএলের নিলাম, দেখবেন কীভাবে? জেনে নিন খুঁটিনাটি

লখনৌ এবং আমদাবাদ-দু’টি ফ্র্যাঞ্চাইজি আইপিএলে যোগ দেওয়ায় এ বার থেকে ১০ দলের টুর্নামেন্ট হবে। তাই এই বছর নিলামের দিকেও নজর থাকবে সকলের।

February 11, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

২০২২ সালের আইপিএলের মেগা নিলামকে ঘিরে রয়েছে তুমুল উত্তেজনা। ৫৯০জন প্লেয়ার এ বার নিলামে উঠতে চলেছেন। এই বছর আইপিএলের নিলামকে ঘিরে বাড়তি উন্মাদনার বড় কারণ, ২০২২ থেকে দু’টি নতুন দলের সংযোজন হয়েছে। লখনৌ এবং আমদাবাদ-দু’টি ফ্র্যাঞ্চাইজি আইপিএলে যোগ দেওয়ায় এ বার থেকে ১০ দলের টুর্নামেন্ট হবে। তাই এই বছর নিলামের দিকেও নজর থাকবে সকলের।

আপাতত দেখে নেওয়া যাক আইপিএলের নিলাম কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে এবং অনলাইনের কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।

কবে অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম: ১২ এবং ১৩ফেব্রুয়ারি, ২০২২ (শনিবার এবং রবিবার)।

কোথায় অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম: বেঙ্গালুরু।

কখন শুরু হবে নিলাম: ১২ এবং ১৩ ফেব্রুয়ারি দু’দিনই ভারতীয় সময় অনুযায়ী বেলা ১২টা থেকে শুরু হবে নিলাম। তবে অফিসিয়াল কভারেজ শুরু হবে বেলা ১১টা থেকে।

ভারতে কোন চ্যানেলে দেখা যাবে নিলামের সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস ৩, স্টার এইচডি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে আইপিএলের মেগা নিলাম।

মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: Disney+Hotstar অ্যাপে দেখা যাবে অনলাইন স্ট্রিমিং। এ ছাড়া নিলামের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen