ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার পুতিনের! চাপের মুখে পিছু হটল রাশিয়া?

ইতিমধ্যেই এই সেনাকে রেল ও সড়কপথে ফিরে যেতে দেখা গিয়েছে বলেও সূত্রের খবর।

February 15, 2022 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

তবে কি শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে পিছু হটলেন পুতিন (Putin)? ইউক্রেন (Ukraine) থেকে প্রাথমিকভাবে কিছু সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। ফেরত পাঠানো হচ্ছে রাশিয়ায় (Russia)। এমনটাই জানা গিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানা গিয়েছে, ‘কাজ সম্পন্ন’, তাই দক্ষিণ এবং পশ্চিম অংশে মোতায়েন থাকা সেনাকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সেনা মূলত ইউক্রেনের ক্রিমিয়াতে মোতায়েন ছিল। ইতিমধ্যেই এই সেনাকে রেল ও সড়কপথে ফিরে যেতে দেখা গিয়েছে বলেও সূত্রের খবর।

ইউক্রেনে রুশ আক্রমণের ইঙ্গিত আগেই দিয়েছিল আমেরিকা। সীমান্ত এলাকায় মস্কো এবং ওয়াশিংটনের নির্দেশে দুই দেশের সেনা একে অপরের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছিল বলেও খবর মিলেছিল। কিন্তু, এরপরই রুশ রণকৌশলে পরিবর্তন এসেছে বলেই মনে করা হচ্ছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী দিমিত্র কুলেবা জানিয়েছেন, ইউক্রেন এবং পাশ্চাত্যের দেশগুলি চায়না যুদ্ধের পরিস্থিতি তৈরি হোক। সে কারণেই সম্ভবত পুতিন সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ”ইউক্রেন এবং সহযোগী রাষ্ট্রগুলি রাশিয়াকে ঠেকাতে সক্ষম হয়েছে। কিন্তু, আমাদের একটা নীতি রয়েছে। যা শুনছি তা বিশ্বাস করব না। চোখে দেখে তবেই বিশ্বাস করব। আগে চোখে দেখি সত্যি সত্যিই সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। তবেই তা মেনে নেব।”

এদিকে, রুশ সংবাদমাধ্যমের তরফে প্রকাশ করা ভিডিয়োতে দেখা গিয়েছে, ক্রিমিয়ার বাকচিসরাই অঞ্চল থেকে ট্যাংক সরিয়ে নিচ্ছে রুশ সেনা। স্যাটেলাইট ইমেজেও ধরা পড়েছে সেনাদের পিছু হটার মুহূর্ত। ইয়েলনিয়া অঞ্চলে সেনা ক্যাম্প খালি করা হচ্ছে।

দিকে, আমেরিকার ‘ভবিষ্যৎবাণী’ সত্যি করে রাশিয়া যদি আগামী সপ্তাহেই ইউক্রেন আক্রমণ করে, তাহলে কোন পথে আসবে প্রথম আঘাত? সম্প্রতি মার্কিন গোয়েন্দা বিভাগ ও গুপ্তচরদের পক্ষে থেকে দাবি করা হয়, তাঁদের কাছে নাকি সম্ভাব্য হামলার নীল নকশা রয়েছে! কিন্তু, আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা আমেরিকার এই দাবিতে খুব একটা বিশ্বাস রাখতে পারছেন না। তাঁদের বক্তব্য, রাশিয়া যেভাবে ‘ঘুটি’ সাজিয়েছে, তাতে তাদের প্রাথমিক লক্ষ্য সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে রুশ সেনাবাহিনীর সম্প্রসারণের ক্ষেত্রে কয়েকটি বিষয় অবশ্যই লক্ষ্যণীয়। যদিও মঙ্গলবার ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে পাওয়া খবরের পর থেকে নতুন করে জল্পনা শুরু করেছে আন্তর্জাতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen