দেশ বিভাগে ফিরে যান

কেওয়াইসি না জমা দিলে দিতে হতে পারে মোটা জরিমানা, বন্ধ হবে অ্যাকাউন্টও

February 17, 2022 | 2 min read

ডাকবিভাগের আওতায় থাকা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক বা আইপিপিবি’র গ্রাহক সংখ্যা ইতিমধ্যেই পাঁচ কোটি ছাড়িয়েছে। এখানকার গ্রাহকদের অনেকেই ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট চালু রেখেছেন। ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, যাঁরা এই ধরনের অ্যাকাউন্ট চালু রাখবেন, তাঁদের যথাযথ গ্রাহক তথ্য বা কেওয়াইসি জমা করতে হবে স্থানীয় ডাকঘরের আইপিপিবি শাখায়। এবার এই পেমেন্টস ব্যাঙ্ক জানিয়ে দিল, যদি কোনও ডিজিটাল অ্যাকাউন্ট গ্রাহক অ্যাকাউন্ট খোলার এক বছরের মধ্যে কেওয়াইসি জমা না করে থাকেন, তাহলে তাঁর অ্যাকাউন্টটি বন্ধ করে দেবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তার জন্য কেটে নেওয়া হবে ১৫০ টাকা। এর সঙ্গে দিতে হবে জিএসটি। আগামী ৫ মার্চ থেকে এই নিয়ম চালু হবে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, যাঁরা কেওয়াইসি এখনও জমা করেননি, তাঁরা ব্যাঙ্ক শাখায় গিয়ে করিয়ে নিতে পারেন। গ্রাহক সেখানে ডিজিটাল অ্যাকাউন্টটিকে সাধারণ বা রেগুলার সেভিংস অ্যাকাউন্টে বদলে নিতে পারবেন। সেক্ষেত্রে গ্রাহক আরও বেশি ব্যাঙ্কিং পরিষেবা পাবেন বলে জানিয়েছে আইপিপিবি। প্রসঙ্গত, যে কোনও ব্যক্তি ১৮ বছর বয়স হলেই আইপিপিবি’তে ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। এর জন্য তাঁকে আধার ও প্যান ব্যবহার করতে হয়। এই অ্যাকাউন্ট খুলতে সরাসরি পোস্ট অফিসে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু গ্রাহককে পরবর্তীকালে পোস্ট অফিসে গিয়ে বা ডাক সেবক মারফত কেওয়াইসি সংক্রান্ত আরও তথ্য জমা দিতে হয়। এই অ্যাকাউন্টে সর্বোচ্চ দু’লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারেন গ্রাহক।

অন্যদিকে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক জানিয়েছে, তাদের নতুন টোল ফ্রি নম্বর চালু হবে আগামী ১ মার্চ থেকে। নম্বরটি হল ১৮০০-৮৮৯৯-৮৬০। দিনরাত মিলিয়ে সর্বক্ষণ এই নম্বরটি চালু থাকবে। ব্যাঙ্কের দাবি, যেহেতু এই ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা অনেক বেশি এবং গ্রাহকরা অনলাইন লেনদেন করতে অভ্যস্ত, তাই যে কোনও রকম আর্থিক প্রতারণা রুখতে এই নম্বর চালু করা হচ্ছে। এখানে ফোন করে অবাঞ্ছিত লেনদেন আটকানোর সুযোগ পাবেন গ্রাহক। পাশাপাশি গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে যদি ভার্চুয়াল ডেবিট কার্ড ‘হ্যাক’ হয়ে থাকে, তাহলেও তা ব্লক করার সুযোগ মিলবে এই নম্বরটি থেকে।

এর পাশাপাশি ব্যাঙ্কের নিজস্ব হেল্পলাইন নম্বর ১৫৫২৯৯ চালু থাকছে। এটি অবশ্য বিনামূল্যে পরিষেবা পাওয়ার জন্য নয়। গ্রাহকের মোবাইল পরিষেবা সংস্থা এই ধরনের ফোন কলের জন্য যে খরচ ধার্য করে, সেই টাকা মেটাতে হবে গ্রাহককে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bank account, #KYC

আরো দেখুন