এবার তৃণমূলের গোঁজ প্রার্থীদের কড়া হুঁশিয়ারি দিলেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দলের টিকিট না পেয়ে কেউ হয়েছেন জোড়া পাতা, কেউ আপেল, কেউ আবার হয়েছেন টিউবওয়েল।

February 17, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

পুরভোটে তৃণমূলের গোঁজ প্রার্থীরা ভোটের ময়দান থেকে সরে না দাঁড়ালে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূলসূত্রে এমনই জানানো হয়েছে। এমনকী বহিষ্কৃতরা নির্বাচনে জিতলেও তাদের দলে ফেরানো হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। যাতে স্পষ্ট, গোঁজ প্রার্থী নিয়ে বেজায় বিপাকে পড়েছে কালীঘাট।

তৃণমূলের প্রার্থীতালিকা নাট্যের পরে জেলায় জেলায় প্রায় সব পুরসভায় একাধিক ওয়ার্ডে ২ জন করে তৃণমূল প্রার্থী। দলের টিকিট না পেয়ে কেউ হয়েছেন জোড়া পাতা, কেউ আপেল, কেউ আবার হয়েছেন টিউবওয়েল। এর আগে নির্দল প্রার্থীদের ভোটের ময়দান থেকে সরে না দাঁড়ালে ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তার পর বেশ কয়েকটি জেলায় নির্দল প্রার্থী ও তাঁদের সমর্থক তৃণমূল নেতাদের বহিষ্কার করেছে জেলা নেতৃত্ব। কিন্তু তাতে কাজের কাজ হয়নি। এবার হুঁশিয়ারি দিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে নির্দল প্রার্থীরা ভোটের ময়দান থেকে সরে না দাঁড়ালে কড়া পদক্ষেপ করবে দল। তবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের সম্ভাবনা আর নেই। তবে প্রচার ও অন্যান্য গতিবিধি বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। এখন দেখার কত জন দলনেত্রীর নির্দেশ মেনে চলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen