মোদীর ‘সাইকেল-সন্ত্রাসবাদী’ তত্ত্বকে কটাক্ষ করলেন যশবন্ত সিনহা
চলছে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। উত্তরপ্রদেশের এক নির্বাচনী জনসভায় আহমেদাবাদ বিস্ফোরণের প্রসঙ্গত টেনে এনে দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী বলেছিলেন “সন্ত্রাসীবাদীরা সাইকেল বেছে নেয়”৷ প্রসঙ্গত, সাইকেল হল সমাজবাদী পার্টির নির্বাচনী প্রতীক।
প্রধানমন্ত্রীর এহেন মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন প্রবীণ তৃণমূল নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। প্রধানমন্ত্রীর সাইকেল-সন্ত্রাসবাদী তত্ত্বকে বিঁধে একটি টুইট করেন যশবন্ত সিনহা। মোদীকে সরাসরি আক্রমণ করে তিনি টুইটারে লেখেন, ” ভারতের প্রধানমন্ত্রীর কথানুযায়ী, যে সাইকেলে চড়েন সেই সন্ত্রাসবাদী।”
সাইকেল পরিবহনের প্রাণ, সাধারণ মধ্যবিত্তের লাইফ লাইন। কেবল মাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করতে, এমন এক নিত্য প্রয়োজনীয় জিনিসকে নিয়ে দেশের প্রধানমন্ত্রী সাইকল-সন্ত্রাসবাদী তত্ত্ব খাড়া করে, সাইকেল ব্যবহারকারী প্রতিটি সাধারণ দেশবাসীকে অপমান করলেন। সেই সঙ্গে মোদী নিজের রাজনৈতিক বোধের পরিচয় দিয়ে হাসির বস্তু হলেন।