আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

পুতিনের ইউক্রেন আক্রমণ – রাশিয়া জুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ

February 25, 2022 | 3 min read

মস্কোতে প্রতিবাদ মিছিল, ব্যানারে লেখা – “Ukraine—Peace, Russia—Freedom”
ছবি সৌজন্যে: Dmitry Serebryakov / AP

পূর্ব ইউরোপে যুদ্ধের দামামা বেজে গেছে। গত বৃহস্পতিবার, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন। তারপরই ইউক্রেনের দিকে ধেয়ে গেছে রুশ ক্ষেপণাস্ত্র। জল ও স্থল সীমান্ত পার করে হাজারে হাজারে রুশ সেনা এগিয়ে চলেছে কিভ দখলের লক্ষ্যে।

মস্কোতে “No to war with Ukraine” পোস্টার হাতে প্রতিবাদ এক মহিলার
ছবি সৌজন্যে: Nikolay Korzhov / AFP / Getty

রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরই বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ শুরু হয়। রাশিয়াতেও প্রতিবাদে সামিল হন সাধারণ মানুষ। মস্কো, সেন্ট পিটার্সবার্গ এবং অন্যান্য রুশ শহরে শত শত মানুষ তাদের সরকারের পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানাতে জড়ো হয়েছেন। বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ, এবং তাদের ছত্রভঙ্গ করে দেয়। বহু বিক্ষোভকারীকে আটক করা হয়।

কেন্দ্রীয় মস্কোতে ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে ইউক্রেনের পতাকার রঙে ফুল হাতে ধরে এক যুবক
ছবি সৌজন্যেঃ Kirill Kudryavtsev / AFP / Getty
“No war with Ukraine! Putin must resign!” পোস্টার হাতে রুশ আগ্রাসনের বিরুদ্ধে এক ব্যক্তি প্রতিবাদ করায় তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ
ছবি সৌজন্যেঃ Kirill Kudryavtsev / AFP / Getty
ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে মস্কোতে প্রতিবাদ মিছিলে ভিড়ের মধ্যে “No war. Freedom for political prisoners” পোস্টার হাতে এক ব্যক্তি
ছবি সৌজন্যেঃ Evgenia Novozhenina / Reuters

মস্কোতে রাস্তায় প্রতিবাদ আটকাতে পুলিশি পাহাড়া
ছবি সৌজন্যেঃ Kirill Kudryavtsev / AFP / Getty
“No war” লেখা এক প্রতিবাদীকে গ্রেপ্তার মস্কো পুলিশের
ছবি সৌজন্যেঃ Denis Kaminev / AP
মস্কোতে যুদ্ধ বিরোধীদের পাকড়াও করছে পুলিশ
ছবি সৌজন্যেঃ Dmitry Serebryakov / AP

এক যুদ্ধ বিরোধীকে গ্রেপ্তার করছে মস্কো পুলিশ
ছবি সৌজন্যেঃ Alexander Nemenov / AFP / Getty

ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদরত এক ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ
ছবি সৌজন্যেঃ Evgenia Novozhenina / Reuters

TwitterFacebookWhatsAppEmailShare

#Russian President, #russia ukraine war

আরো দেখুন