আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব ভারতেও, শেয়ার বাজারে বড়সড় ধস

February 28, 2022 | < 1 min read

ধাক্কা খেয়েছে ভারতের শেয়ার বাজার। (ছবিটি প্রতীকী)

ইউক্রেনে যুদ্ধের দামামা বেজেছে গত সপ্তাহেই। এরপর ক্রমেই সংঘর্ষ বেড়েছে সেই দেশে। এই আবহে ইউরোপ সহ গোটা বিশ্বের শেয়ার বাজার অনিশ্চয়তার মধ্যে রয়েছে। রাশিয়ার এই আগ্রাসনের প্রভাব এসে পড়েছে ভারতীয় শেয়ার বাজারেও। আর এর জেরে এদিন শেয়ার বাজারের লেনদেন শুরু হতেই হুড়মুড়িয়ে পতন হয় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্সের। বাজারের স্বাভাবিক লেনদেন শুরুর আগেই প্রি-মার্কেটে ১০০৪ পয়েন্ট বা ১.৮ শতাংশ পতন হয় সেনসেক্সে। পরে বেলা বাড়তে কিছুটা ঘুরে দাঁড়ায় সেনসেক্স। সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ সেনসেক্স ৪৪২.৩৬ পয়েন্ট নিচে ছিল গত সেশনের তুলনায়।

সেনসেক্সের পাশাপাশি এদিন নিফিটও নিম্নমুখী ছিল৷ এদিন সাড়ে ন’টায় বাজারের ওপেনিং বেলের সময় নিফটি ১৬,৩৭২ পয়েন্টে গিয়ে ঠেকে৷ পরে লেনদেন শুরু হতে অবশ্য ফের ঘুরে দাঁড়ায় নিফটি৷ সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ গত সেশনের তুলনায় প্রায় ১২০ পয়েন্ট নিচে নেমে নিফটি ১৬,৫৩৮.৯৫ পয়েন্টে দাঁড়িয়েছিল৷ এদিন ব্যাঙ্কিং সেক্টরের শেয়ারের দাম মোটের উপর নিম্নমুখী৷ অপরদিকে ধাতু সম্পর্কিত সংস্থাগুলির শেয়ার দর ঊর্ধ্বমুখী৷

এদিকে রাশিয়া পারমাণবিক বাহিনী তৈরি থাকার কথা বলার পরে এদিন লেনদেন শুরু হতেই এশিয়ার অন্যান্য শেয়ার বাজারেও ধস নামে৷ জাপানের নিক্কেই ০.৩৪ শতাংশ, হংকংয়ের হ্যাং সেং সূচক ১.৪৯ শতাংশ এবং সাংহাই কম্পোজিট সূচক ০.২৮ শতাংশ নিচে নামে এদিন৷

TwitterFacebookWhatsAppEmailShare

#russia, #russia ukraine war, #Russia Ukraine Conflict, #Russia Ukraine Crisis, #stock markets, #global stock markets, #world markets

আরো দেখুন