ষষ্ঠতম বিশ্ববাংলা বানিজ্য সম্মেলনে সহযোগী হচ্ছে মার্কিন মুলুকসহ ৯টি দেশ
তৃতীয় বারের জন্য রাজ্যে ক্ষমতায় ফেরার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ শিল্পায়ন। বাংলায় শিল্পখাতে বিনিয়োগ আনতে বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। বাংলাকে শিল্পবান্ধব করে তুলতে উদ্যোগও নিচ্ছে রাজ্য। রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে প্রতি বছর বাণিজ্য সম্মেলন আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকার। বিনিয়োগও আসে বিপুল পরিমানে। কিন্তু বিগত দুই বছরে করোনার কারণে ব্যাহত হয়েছে বাণিজ্য সম্মেলনের আয়োজন। করোনার কাঁটা কাটিয়ে এবার ফের বসতে চলেছে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের আসর।
এবারের বিজিবিএস-কে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ উদ্দীপনার পারদ চড়তে শুরু করেছে। একাধিক শিল্পপতি, শিল্পীগোষ্ঠী ইতিমধ্যেই ষষ্ঠতম বিশ্ববাংলা বানিজ্য সম্মেলনে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছেন। চলতি বছরের এপ্রিল মাসের ২০-২১ তারিখ পর্যন্ত চলবে ষষ্ঠতম বিশ্ববাংলা বানিজ্য সম্মেলন। জানা গিয়েছে এবারের ষষ্ঠতম বিশ্ববাংলা বানিজ্য সম্মেলনে ৯টি দেশ বাণিজ্য সহযোগী হিসেবে যোগ দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জার্মানি, কেনিয়া, মালেশিয়া, নেদারল্যান্ডের মতো দেশেরা থাকছে সেই তালিকায়। শিল্পায়নই রাজ্য সরকারের আগামীর লক্ষ্য, সেই লক্ষ্যে সফল হতে ষষ্ঠতম বিশ্ববাংলা বানিজ্য সম্মেলন কি ভূমিকা পালন করে, এখন সেটাই দেখার।