দেশ বিভাগে ফিরে যান

মহার্ঘ্য হচ্ছে অপরিশোধিত তেল, টাকার দামের পতন ভাঙলো সর্বকালীন রেকর্ড

March 7, 2022 | < 1 min read

টাকার দামে সর্বকালীন রেকর্ড পতন। সপ্তাহের প্রথম দিনেই আমেরিকান ডলারের তুলনায় টাকার দাম আরও এক শতাংশ পড়ে যায়। সোমবার ডলার প্রতি টাকার দাম হয় ৭৬.৯২ টাকা। এক সময় বিনিময় মূল্য আরও কমে ৭৬.৯৬ টাকায় নেমে গিয়েছিল। গত বছর ডিসেম্বর মাসে টাকার দামে এ যাবৎকালে সর্বোচ্চ পতন লক্ষ করা গিয়েছিল। সে সময় ডলার প্রতি টাকার দাম গিয়ে দাঁড়িয়েছিল ৭৬.১৬ টাকায়।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় তার প্রভাব বাজারে পড়েছে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের মত। রুশ মুদ্রা রুবল এবং চিনের মুদ্রা ইয়েনের বিনিময় বাড়ছে। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে অপেক্ষাকৃত নিরাপদ বাজারে মূলধন সরিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। ফলে ভারতের বাজারেও তার প্রভাব পড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#crude oil, #Dollar, #Indian currency

আরো দেখুন