← রাজ্য বিভাগে ফিরে যান
বিশিষ্ট প্রয়াত ব্যক্তিদের কর্মজীবনের বিস্তারিত তথ্য তুলে ধরে শোকপ্রস্তাব গৃহীত বিধানসভায়
ভারতরত্ন লতা মঙ্গেশকর থেকে বঙ্গবিভূষণ সন্ধ্যা মুখোপাধ্যায়। নৃত্যশিল্পী বিরজু মহারাজ থেকে সঙ্গীত পরিচালক বাপি লাহিড়ী। পাশাপাশি ফুটবল জগতের দুই দিকপাল সুভাষ ভৌমিক এবং সুরজিৎ সেনগুপ্ত। অন্যদিকে আবার প্রাক্তনমন্ত্রী সাধন পাণ্ডে থেকে বাম ট্রেড ইউনিয়ন নেতা রাজদেও গোয়ালা। ছিল কার্টুনশিল্পী নারায়ণ দেবনাথের মতো নামও। রাজনীতি, সাংস্কৃতিক, ক্রীড়া এবং সাহিত্য জগতের বিশিষ্ট প্রয়াত ব্যক্তিদের এক তালিকায় রেখে শোকপ্রস্তাব গ্রহণ করল রাজ্য বিধানসভা। মঙ্গলবার সকালে চলতি বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনের শুরুতেই এঁদের কর্মজীবনের বিস্তারিত তথ্য তুলে ধরে শোকপ্রস্তাব পাঠ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। প্রস্তাব পাঠের পর এক মিনিট নীরবতা পালন করে এদিনের মতো অধিবেশন মুলতুবি করে দেন অধ্যক্ষ।