আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

সাধারণ নাগরিকদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন স্বয়ং পুতিন, বিস্ফোরক স্বীকারোক্তি রুশ সেনার

March 11, 2022 | 2 min read

সাধারণ নাগরিকদের উপর গুলি চালানোর নির্দেশ এসেছিল স্বয়ং পুতিনের কাছ থেকে। সেই মতোই আক্রমণ করা হয় খারকিভ সহ অন্যান্য শহর। নির্বিচারে খতম করা হয় সেখানকার বাসিন্দাদের। বৃহস্পতিবার সামনে আসা একটি ভিডিওয় এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন রুশ সেনার এক কমান্ডার। বর্তমানে তিনি ইউক্রেনীয় বাহিনীর হাতে বন্দি। নাম প্রকাশ করা না হলেও ভিডিওয় ওই প্লাটুন লিডারকে বলতে শোনা যাচ্ছে, গত ২৪ ফেব্রুয়ারি তাঁর প্লাটুন পা রাখে ইউক্রেনে। তাঁদের কাছে স্পষ্ট নির্দেশ ছিল, মাত্র তিন দিনে দখল করতে হবে খারকিভ। তার জন্য নির্দেশ আসামাত্র শহরের বাসিন্দাদের উপর নির্বিচারে গুলিচালনার অনুমতিও দেওয়া হয়। ভিডিওটি প্রকাশ হতেই চাঞ্চল্য শুরু হয়েছে।

যুদ্ধের ১৫ দিন। ইউক্রেনের রাজধানী থেকে আর মাত্র কয়েক মাইল দূরে রুশ ট্যাঙ্ক। পূর্ব ও পশ্চিম, দু’দিক থেকেই হামলা বাড়ছে কিয়েভে। ইরপিন এবং ব্রোভারি দখল হয়ে গিয়েছে আগেই। তবে হামলা এখনও বন্ধ হয়নি। ইউক্রেনীয় বাহিনীও পাল্টা আমবুশের রাস্তা নিয়েছে। তার জেরে পিছু হটেছে রুশ ট্যাঙ্কের একটি বহর। আক্রমণে মৃত্যু হয়েছে ক্রেমলিনের ট্যাঙ্ক রেজিমেন্টের কমান্ডার, কর্নেল আন্দ্রেই জাখারোভের। এই পরিস্থিতিতে তুরস্কে মুখোমুখি আলোচনায় বসেন দু’দেশের বিদেশমন্ত্রীরা। সেই বৈঠকও কোনও সমাধানসূত্র মেলেনি। ইউক্রেনের পক্ষ থেকে ১০ শহরে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও বৃহস্পতিবার রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ সাফ জানিয়েছেন, আর কোনও যুদ্ধবিরতি নয়। এদিকে ইউক্রেনে জৈব ও রাসায়নিক অস্ত্র প্রয়োগ হতে পারে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকা। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে একই অভিযোগ তুলেছিল মস্কো।

রুশ বিদেশমন্ত্রী সাফ জানিয়েছেন, ‘আমরা অন্য দেশকে আক্রমণ করার পরিকল্পনা করিনি। এমনকী ইউক্রেনে হামলাও করিনি।’ এই উদ্ভট দাবি সত্ত্বেও মারিউপোলের প্রসূতি হাসপাতালে বিমান হানা নিয়ে ঢোঁক গিলতে বাধ্য হন লাভরভ। ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে, এদিন সকালেই খারকিভ এবং ডেরহাচি শহর পুনর্দখলের দাবি করে ইউক্রেনীয় সেনা। কিয়েভের অভিযোগ, এতদিনের যুদ্ধে ১ লক্ষ কোটি ডলারের পরিকাঠামো ধ্বংস করেছে রাশিয়া। ৭১ জন শিশুর মৃত্যু হয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে এদিন সরব ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এই ইস্যুতে আত্মনির্ভর ভারত উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও ছিল তাঁর গলায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#russia, #Vladimir Putin, #ukraine

আরো দেখুন