← দেশ বিভাগে ফিরে যান
ফের হিজাব বিতর্ক, এবার আলিগড়ের কলেজে
পাঁচ রাজ্যে বিধানসভা ভোটপর্বে কর্ণাটকে আছড়ে পড়েছিল হিজাব বিতর্ক। ফল প্রকাশের পর এবার উত্তরপ্রদেশেও মাথাচাড়া দিল সেই বিতর্ক। আলিগড়ের একটি কলেজে ঢুকতে দেওয়া হল না হিজাব পরা পড়ুয়াদের। অনেক ছাত্রী ক্লাস না করেই ফিরে যান বলে অভিযোগ। কলেজের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়, কলেজের নির্ধারিত পোশাক ছাড়া অন্য কিছু পরে আসা যাবে না। ঘটনাকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়ায় শ্রী বার্ষ্ণেয় কলেজে। বিএসসি চূড়ান্ত বর্ষের এক ছাত্রীর অভিযোগ, কলেজে ঢোকার আগে তাঁকে বোরখা খুলতে বলা হয়। পরে হিজাবও খুলতে বাধ্য করা হয়। আমি বুঝতে পারছি না, হিজাব পরে কলেজে এলে কী সমস্যা। কর্তৃপক্ষ জানিয়েছে, পোশাক বিধি মেনেই কলেজে আসা উচিত।