আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

রিভনের টিভি টাওয়ারে রুশ হামলার বলি ১৯

March 15, 2022 | < 1 min read

আরও এক টিভি টাওয়ারে হামলা চালাল রুশ সেনা৷ সেই হামলায় ১৯ জনের মৃত্যু হয়েছে৷ গুরুতর জখম হয়েছেন ৯ জন৷ সোমবার উত্তর-পশ্চিম ইউক্রেনের আঞ্চলিক রাজধানী রিভনের টিভি টাওয়ারে রুশ সেনা হামলা চালায়৷ রিভনে ওব্লাস্টের গভর্নর ভিটালি কোভালের মতে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে৷

এই নিয়ে তিনটি টিভি টাওয়ারে হামলা চালিয়েছে রাশিয়া৷ কেন বার বার টিভি টাওয়ারে হামলা চালাচ্ছে রাশিয়া? সামরিক বিশেষজ্ঞদের একাংশের মতে, রুশ আগ্রাসনের সম্প্রচার বন্ধই মূল উদ্দেশ্য হতে পারে৷ যে কারণে খারকিভের টিভি টাওয়ারে প্রথম হামলা চালানো হয়৷

যুদ্ধ যুদ্ধের মত চলতে থাকায় দেশ ছাড়ার হিড়িক লেগেছে৷ নিরাপদ আশ্রয়ের খোঁজে যুদ্ধধ্বস্ত শহর ছেড়ে লোকজন পালাচ্ছে। বাড়ছে শরণার্থী। রাষ্ট্রপুঞ্জের হিসেবে, ইউক্রেন ছেড়ে ২৭ লক্ষ শরণার্থী ইউরোপের একাধিক দেশে আশ্রয় নিয়েছেন। পোল্যান্ড, রোমিনায় শরণার্থীদের চাপ বাড়ছে।

রাশিয়ার হামলা প্রতিহত করার পাশাপাশি কূটনৈতিক দিক থেকেও ভ্লাদিমির পুতিনকে কোণঠাসা করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে রাষ্ট্রনেতাদের সঙ্গে ফোনে কথা চালিয়ে যাচ্ছেন জেলেনস্কি। ইউক্রেনে রাশিয়ার হামলাকে ‘টেরর’ বলে আগেই তিন আখ্যা দিয়েছেন। ইউক্রেনের আবাসিক এলাকায় রুশসেনার হামলায় তিনি সোচ্চার হয়েছেন।এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা হামলার অভিযোগ আনল ইউক্রেন। অভিযোগ, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলে রুশ বাহিনী নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করেছে।

ইউক্রেন সামরিক-বেসামরিক নাগরিকের মৃত্যুর পাশাপাশি রুশ সেনারও মৃত্যু হয়েছে৷ ইউক্রেন সরকারের দাবি, এখনও পর্যন্ত ১৩ হাজার ৫০০ রুশ সেনার মৃত্যু হয়েছে৷ ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ রুশ সেনার মৃত্যুর সংখ্যা ঘোষণা করেন৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Death, #russia, #ukraine, #Tv tower

আরো দেখুন