এবার বড় পর্দায় একেন বাবু! প্রকাশ্যে এল ‘দ্য একেন’-র টিজার

সবার সামনে লাল পোশাকে দাঁড়িয়ে ‘একেনবাবু’-রূপে অনির্বাণ চক্রবর্তী। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দেবাশীষ মণ্ডলকেও।

March 22, 2022 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

আগেই প্রকাশ পেয়েছে টিজার, আর এবার মুক্তি পেল ‘দ্য একেন’-এর নতুন পোস্টার। সেখানে কেবল অনির্বাণ চক্রবর্তী নন, দেখা মিলল সুহত্র মুখোপাধ্যায় ও আর জে সোমককে। পোস্টারে দেখা গেল টয় ট্রেন আর পাহাড়। কিন্তু সবার সামনে লাল পোশাকে দাঁড়িয়ে ‘একেনবাবু’-রূপে অনির্বাণ চক্রবর্তী। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দেবাশীষ মণ্ডলকেও।

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজার। সেটা দেখে কী প্রতিক্রিয়া অনুরাগীদের? অনির্বাণ বললেন, ‘ ‘টিজার মুক্তির দিন সারাদিন কাজে ব্যস্ত ছিলাম বলে অনেকের সঙ্গে যে কথা বলতে পেরেছি তা নয়। ফোনে প্রচুর মিসকল, মেসেজ.. সোশ্যাল মিডিয়ায় আলোচনা, সব মিলিয়ে এখনও পর্যন্ত মানুষ ভালোই বলেছেন। তবে সবার মত আমিও ছবিটার জন্যই অপেক্ষা করছি।’

অনির্বাণের সঙ্গে যেন সমার্থক হয়ে গিয়েছেন একেনবাবু। তবে ‘একেন’ ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ। নেতিবাচক চরিত্র থেকে শুরু করে লালমোহন গাঙ্গুলির মত আইকনিক চরিত্রকে ফুটিয়ে তুলেছেন তিনি। সেই সমস্ত খ্যাতিকে কী একেন-এর খ্যাতি ম্রিয়মাণ করে ফেলছে? হাসতে হাসতে অভিনেতা উত্তর দিলেন, ‘আসলে মানুষ পর্দায় আমায় সবচেয়ে বেশিবার দেখেছেন একেনবাবু হিসেবে। তাই ওই চরিত্রটাই মানুষের বেশি মনে থাকে। তবে আমি যখন ধূসর চরিত্রে অভিনয় করেছি, দর্শক একেনবাবুর সঙ্গে সেই কাজের তুলনা করেননি। স্বতন্ত্র অভিনয় হিসেবেই সেটাকে দেখে ভালো খারাপ বিচার করেছেন। আসলে বাস্তবে একেনবাবুর মত শিশুসুলভ সরল সাদামাটা আবার বুদ্ধিদীপ্ত মানুষের সংখ্যা বড় কমে আসছে। একেন চরিত্রটা আট থেকে আশি সবার কাছেই গ্রহণযোগ্য আর তাই বোধহয় একেনের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। বাস্তবের একেনবাবুরা হারিয়ে যাচ্ছে বলেই পর্দার একেনের জনপ্রিয়তা বাড়ছে। আমি এর পরেও যদি কোনও চরিত্রে ৬টা সিজন ধরে অভিনয় করি, তবেই তার সঙ্গে একেন চরিত্রের তুলনা আসবে। আর আগে প্রতিটাই তো স্বতন্ত্র কাজ।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen