দেশ বিভাগে ফিরে যান

গোদের ওপর বিষফোঁড়া! এক ধাক্কায় ২৫০ টাকা বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম

April 1, 2022 | 2 min read

আমনাগরিকের জ্বালানি জ্বালা আরও বাড়ল। এবার একধাক্কায় সিলিন্ডারপ্রতি ২৫০ টাকা বাড়িয়ে দেওয়া হল বাণিজ্যিক গ্যাসের (Comercial LPG) দাম। গত দু’মাসে এই নিয়ে প্রায় সাড়ে তিনশো টাকা বেড়ে গেল বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম। এর ফলে হোটেল ব্যবসায়ী বা এলপিজি চালিত গাড়ির মালিকরা বড়সড় ধাক্কা খাবেন। পরোক্ষে প্রভাব পড়বে পণ্যের বাজারেও।

শুক্রবার অর্থাৎ ১ এপ্রিল সকালে কার্যকর হওয়া দাম অনুযায়ী দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজির সিলিন্ডার বিকোচ্ছে ২ হাজার ২৫৩ টাকায়। গত দু’মাসে বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজির সিলিন্ডারের দাম বেড়েছে ৩৪৬ টাকা। এর আগে ১ মার্চ ১৯ কেজির সিলিন্ডারের দাম ১০৫ টাকা বাড়ানো হয়েছিল। এরপর ২২ মার্চ অবশ্য ৯ টাকা কমানো হয় বাণিজ্যিক গ্যাসের দাম। এবারে ২৫০ টাকা দাম বাড়ায় মাথায় হাত ব্যবসায়ীদের।

তবে স্বস্তির খবর হল ঘরোয়া কাজে ব্যবহৃত LPG বা রান্নার গ্যাসের দাম এদিন বাড়ানো হয়নি। গতমাসের শুরুতে একধাক্কায় ৫০ টাকা বেড়েছিল LPG’র দাম। এদিনও কলকাতায় ১৪ কেজি LPG’র সিলিন্ডার মিলছে ৯৭৬ টাকায়। দিল্লিতে LPG’র দাম ৯৪৯ টাকা ৫০ পয়সা। গত কয়েকদিন টানা বাড়ার পর এদিন সকালে পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধিতেও বিরতি পড়েছে। সেটাও খানিকটা স্বস্তি। যদিও এই স্বস্তি কতদিন স্থায়ী হবে, তা নিয়ে রীতিমতো সংশয় রয়েছে।

এদিকে, বাণিজ্যিক গ্যাসের মতো নতুন অর্থবর্ষের শুরুতে বড় ধাক্কা খেতে চলেছে বিমানসংস্থাগুলি। শুক্রবার থেকে একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে বিমানের জ্বালানির দামও। অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েল অর্থাৎ ATF-এর দাম এদিন বাড়িয়ে দেওয়া হয়েছে ২ শতাংশ। শুক্রবার থেকে ১ কিলোলিটার অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েলের দাম বাড়ছে ২ হাজার ২৫৮ টাকা ৫৪ পয়সা করে। এখন থেকে দিল্লিতে ATF বিক্রি হবে ১ লক্ষ ১২ হাজার ৯২৪ টাকা ৮৩ পয়সা প্রতি কিলোলিটার।

TwitterFacebookWhatsAppEmailShare

#LPG cylinder, #gas price

আরো দেখুন