সরষের মধ্যেই ভূত! ট্রেনের টিকিটে কালোবাজারির সাথে জড়িত আইআরসিটিসি এজেন্টরাও
প্রসঙ্গত, ট্রেনেট টিকিট চড়া দামে বিক্রি করে এই দালালরা। আর তার ফলে ক্ষতির সম্মুখীন হয় রেল ও রেলযাত্রীরা।
Authored By:

এ যেন সরষের মধ্যেই ভূত! দূরপাল্লার ট্রেনের টিকিটে কালোবাজারি রুখতে দেশজুড়ে দালালদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে আরপিএফ। কিন্তু কেঁচো খুঁড়তেই বেরিয়ে এল কেউটে। দেখা গেল, এই দালালদের মধ্যে রয়েছেন খোদ আইআরসিটিসি এজেন্টরাও!
প্রসঙ্গত, ট্রেনেট টিকিট চড়া দামে বিক্রি করে এই দালালরা। আর তার ফলে ক্ষতির সম্মুখীন হয় রেল ও রেলযাত্রীরা। তাই এমন ঘটনা রুখতে গত ১ মার্চ থেকে ধরপাকড় শুরু করেছিল রেল সুরক্ষা বাহিনী। এখনও পর্যন্ত ১ হাজার ৪৫৯ জন ব্ল্যাকে টিকিটের দালালকে গ্রেফতার করা হয়েছে। আর তারপরেই দেখা গিয়েছে গ্রেফতার হওয়া দালালদের মধ্যে ৩৪১ জন আইআরসিটিসি এজেন্ট ছিলেন। এই ঘটনায় মুখ পুড়েছে রেলের। ইতিমধ্যে তাঁদের ব্ল্যাকলিস্টেডও করা হয়েছে।