সংসদে বসে মনমোহন সিংহ, রটে গেল জীবনাবসান হয়েছে তাঁর

কংগ্রেস শীর্ষ সূত্রে বলা হয়েছে, যাঁরা এই গুজব রটাচ্ছেন তাঁরাই বলতে পারবেন কী উদ্দেশ্যে এসব করা হচ্ছে। তবে মনমোহন সিং ভাল আছেন

April 5, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

মঙ্গলবার সংসদে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে সনিয়া গান্ধীর ঠিক পাশের চেয়ারেই বসেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। কয়েক সপ্তাহ আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে মনমোহন হাজির না থাকলেও এদিন ছিলেন। কিন্তু সেই বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই বাংলার রাজনৈতিক মহলে নানান গুজব রটতে শুরু করে দিল।

দুপুর গড়িয়ে বিকেল হওয়ার আগে এমনও রটে গেল, মনমোহন সিংয়ের জীবনাবসান হয়েছে। কিন্তু কংগ্রেস শীর্ষ সূত্রে বলা হয়েছে, যাঁরা এই গুজব রটাচ্ছেন তাঁরাই বলতে পারবেন কী উদ্দেশ্যে এসব করা হচ্ছে। তবে মনমোহন সিং ভাল আছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মন্ত্রী, তৃণমূলের টিকিটে জিতে এখন দূরত্ব রাখা এক সাংসদ তাঁদের সোশ্যাল মিডিয়ায় মনমোহনের জীবনাবসানের কথা পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছিলেন। পরে টনক নড়তেই সেসব তড়িঘড়ি ডিলিট করেন তাঁরা।

নেতা, মন্ত্রী, সেলিব্রিটিদের নিয়ে এই ধরনের গুজব কম রটে না। সাম্প্রতিক অতীতে বাংলায় সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে অনেকবার মৃত্যুগুজব রটেছিল। মাস দেড়েক আগে তাঁর জীবনাবসান হয়। এদিন মনমোহনকে নিয়ে গুজব রটল বাংলার রাজনৈতিক মহলে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen