দিল্লির মেট্রো স্টেশনের ছাদ থেকে ঝাঁপ দেওয়া তরুণীর মৃত্যু, দেখুন ভিডিও
শেষরক্ষা হল না। দিল্লির অক্ষরধাম মেট্রো স্টেশনের ছাদ থেকে ঝাঁপ দেওয়া তরুণীকে সিআইএসএফ জীবিত উদ্ধার করলেও একাধিক আঘাতের জেরে মৃত্যু হল তাঁর। মেট্রো পুলিশের ডিসি জিতেন্দ্র মানি জানিয়েছেন, ওই তরুণী পঞ্জাবের হোসিয়ারপুরের বাসিন্দা। হরিয়ানার গুরুগ্রামে চাকরি করতেন। সম্প্রতি চাকরি থেকে ছেড়ে দেন তিনি। কী কারণে আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিস।
লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, অনেকটা উঁচু থেকে ঝাঁপ দেওয়ায় ওই তরুণীর পিঠে এবং পায়ে একাধিক ফ্র্যাকচার হয়েছিল। যার ফলে তাঁর মৃত্যু হয়। রাত ৯টার নাগাদ চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী আত্মহত্যা করার জন্য ছাদে উঠলে বিষয়টি চোখে পড়ে এক সিআইএসএফ জওয়ানের। তিনি অন্যদের বিষয়টি জানান।
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, প্ল্যাটফর্মের কাছে উঁচু দেওয়ালের একেবারে কিনারায় দাঁড়িয়ে এক তরুণী নীচে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন৷ তাঁকে বারবার নেমে আসার কাতর অনুরোধ করেন নিরাপত্তা কর্মীরা৷ মুহূর্তের মধ্যেই তিনি নীচে ঝাঁপ দেন৷ আগে থেকেই সিআইএসএফের কর্মীরা নীচে কম্বল ধরে দাঁড়িয়ে ছিলেন, যাতে ঝাঁপ দিলে তাঁকে ধরে ফেলা যায়৷ ঝাঁপ দেওয়ার পরই ওই তরুণীকে ধরে ফেলেন নিরাপত্তা কর্মীরা৷
সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে পড়েন তিনি৷ তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু পিঠে এবং পায়ে একাধিক ফ্র্যাকচারের জেরে মৃত্যু হয় তাঁর। এক নিরাপত্তা কর্মীর কথায়, তাঁর সঙ্গে কথা বলে সময় কাটানোর চেষ্টা করা হয়৷ যাতে ওইটুকু সময়ের মধ্যে সিআইএসএফের টিম নীচে পৌঁছে যেতে পারে৷ নীচে গিয়ে কম্বল নিয়ে দাঁড়িয়ে পড়েন তাঁরা৷ এমন সময় লাফ মারেন তরুণী৷ তাঁকে কম্বলে লুফে নেন সিআইএসএফ জওয়ানরা৷
akshardham-metro-delhi-woman-jumps-off-akshardham-metro-station-in-suicide-bid-alert-cisf-saves-life