মেলিটোপোল জাদুঘর লুঠ করেছে রুশ সেনা! বিস্ফোরক দাবি ইউক্রেনের

ইউক্রেনের এই জাদুঘরে লুঠপাট চালিয়ে সাইথিয়ান জাতির বহুমূল্য সোনার প্রত্নসামগ্রী নিয়ে গিয়েছে রুশ সেনারা

May 1, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

একের পর এক শহরে লুঠপাট তো চলছেই, বাদ গেল না মেলিটোপোলের ঐতিহাসিক জাদুঘরও। ইউক্রেনের এই জাদুঘরে লুঠপাট চালিয়ে সাইথিয়ান জাতির বহুমূল্য সোনার প্রত্নসামগ্রী নিয়ে গিয়েছে রুশ সেনারা। এমনই দাবি করেছেন মেলিটোপোল শহরের মেয়র ইভান ফোডোরভ।

তিনি বলেন, “রাশিয়ার দুর্বৃত্তরা আমাদের জাদুঘরে লুঠপাট চালিয়ে সাইথিয়ান জাতির সব মূল্যবান প্রত্নসামগ্রী নিয়ে গিয়েছে। কোথায় নিয়ে গিয়েছে তার কোনও হদিশ মেলেনি। তবে আশা করছি এই মহামূল্যবান সামগ্রী আমাদের ফেরত দেওয়া হবে।”

জাদুঘরের অধিকর্তা লীলা ইব্রাহিমোভা দ্য নিউ ইয়র্ক টাইমস-কে জানিয়েছেন, রুশ সেনারা জাদুঘরে হামলা চালিয়ে কেয়ারটেকারকে অপহরণ করে। তার পর সোনার প্রত্নসামগ্রী যে ঘরে রাখা ছিল সেখানে যায়। অবাধে লুঠপাট চালিয়ে জাদুঘর ছেড়ে চলে যায়।

কী কী লুঠ করেছে রুশ সেনারা তারও একটি তালিকা দিয়েছেন ইব্রাহিমোভা। তাঁর দাবি, রুশ সেনারা মোট ১৯৮টি সোনার প্রত্নসামগ্রী লুঠ করেছে। তার মধ্যে রয়েছে অস্ত্রশস্ত্র। এ ছাড়াও শতাব্দীপ্রাচীন রুপোর কয়েন, পদক এবং বিরল প্রত্নসামগ্রী।

সাইথিয়ানরা হল যাযাবর গোষ্ঠী। খ্রিষ্টপূর্ব ৮০০ অব্দে তারা ইরান থেকে দক্ষিণ রাশিয়া এবং ইউক্রেনে বসবাস শুরু করে। বর্তমান ক্রাইমিয়ায় ছিল সাইথিয়ানদের রাজত্ব।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen