খেলা বিভাগে ফিরে যান

চলতি আইপিএলে অরেঞ্জ ক্যাপের দৌড়ে চার ভারতীয় খেলোয়াড়, কে কে?

May 5, 2022 | 2 min read

ছবি সৌজন্যে: Sportstime 247

১০ ম্যাচে ৫৮৮ রান সংগ্রহ করে চলতি আইপিএলের অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছেন রাজস্থান রয়্যালসের জোস বাটলরা।

লখনউ সুপার জায়ান্টস দলনায়ক লোকেশ রাহুল ১০ ম্যাচে ৪৫১ রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

১০ ম্যাচে ৩৬৯ রান সংগ্রহ করে পঞ্জাব কিংসের শিখর ধাওয়ান চলতি আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় আপাতত তৃতীয় স্থানে অবস্থান করছেন।

৯ ম্যাচে ৩২৪ রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে চার নম্বরে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের তরুণ ওপেনার অভিষেক শর্মা।

IPL 2022-এর অরেঞ্জ ক্যাপের দৌড়ে পাঁচ নম্বরে রয়েছেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। ১০ ম্যাচে তাঁর সংগ্রহ ৩২৪ রান।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৮ রান করার সুবাদে কমলা টুপির দৌড়ে ছয় নম্বরে উঠে আসেন আরসিবি দলনায়ক ফ্যাফ ডু’প্লেসি। ১১ ম্যাচে তাঁর ব্যক্তিগত সংগ্রহ ৩১৬ রান।

এবার দেখা যাক কার মাথায় ওঠে অরেঞ্জ ক্যাপ চলতি আইপিএলের শেষে।

TwitterFacebookWhatsAppEmailShare

#IPL, #Shikhar Dhawan, #KL Rahul, #Shreyas Iyer, #orange cap, #abhishek sharma, #faf duplessi

আরো দেখুন