দেশ বিভাগে ফিরে যান

ছাড় তুলে প্রবীণ নাগরিকদের বলির পাঁঠা করে রেলের দু’বছরে আয় ১৫০০ কোটি

May 19, 2022 | < 1 min read

করোনাকালে ভারতীয় রেল যাত্রীদের টিকিটের ক্ষেত্রে অধিকাংশ ছাড় তুলে দিয়েছে। প্রবীণ যাত্রীদের ছাড়েও পড়েছে কোপ। গত দু’বছরে দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত টিকিটে বয়স্কদের ছাড় তুলে দিয়েই প্রায় ১৫০০ কোটি টাকা বাড়তি আয় করেছে রেল।

অতিমারির পেরিয়ে গত নভেম্বরে সারা দেশে ফের দূরপাল্লার ট্রেন পরিষেবা শুরু হয়েছে। প্রবীণদের টিকিটে ছাড় ফিরিয়ে আনার দাবি উঠলেও রেল কোনরকম সাড়া দেয়নি। সম্প্রতি এক আরটিআই মামলার পরিপ্রেক্ষিতে রেল জানিয়েছে, অতিমারি চলাকালীন দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত শ্রেণিতে সফর করা ৭.৩১ কোটি প্রবীণ যাত্রীকে তাঁদের টিকিটে ছাড় দেয়নি রেল। তার মধ্যে চার কোটি ছেচল্লিশ লক্ষই পুরুষ যাত্রী।

৬০ তার থেকে বেশি বয়সের প্রবীণ পুরুষ নাগরিকেরা রেলের টিকিটে ৪০ শতাংশ ছাড় পেতেন। আর ৫৮ বা তার থেকে বেশি বয়সের মহিলারা টিকিটে ৫০ শতাংশ ছাড় পেতেন। অতিমারির পরে প্রায় দু’‌কোটি ৮৪ লক্ষ মহিলা ছাড় পাননি। রেল তরফে জানানো হয়েছে, প্রবীণ পুরুষ যাত্রীদের ছাড় বাতিল করে রেলের আয় হয়েছে ২০৮২ কোটি টাকা। প্রবীণ মহিলা যাত্রীদের ক্ষেত্রে ওই আয়ের পরিমান ১৩৮১ কোটি টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Indian Railway, #local train, #train, #passenger trains, #Revenue

আরো দেখুন