টাকার দামে পতন অব্যাহত, শেয়ার বাজারেও ধস! মুছে গেল ৬ লক্ষ কোটি টাকা

বুধবার এক ডলারে টাকার দাম ছিল ৭৭টাকা ৬১ পয়সা।

May 20, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
ছবি: ফাইল চিত্র

টাকার দামে পতন অব্যাহত। বৃহস্পতিবার সর্বকালীন রেকর্ড গড়ল টাকার পতন। এদিন শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় ডলারপিছু টাকার দাম কমে দাঁড়ায় ৭৭ টাকা ৭৩ পয়সায়। বুধবার এক ডলারে টাকার দাম ছিল ৭৭টাকা ৬১ পয়সা।

অন্যদিকে, ধস নেমেছে শেয়ার সূচকেও। ব্যাপক হারে পতন ঘটে বৃহস্পতিবার। বিনিয়োগকারীদের ৬ লক্ষ কোটি টাকা কার্যত মুছে গিয়েছে শেয়ার বাজার থেকে। বৃহস্পতিবার সেন্সেক্সের পতন হয় ১৪১৬.৩০ পয়েন্ট। বাজার বন্ধের সময় সূচক এসে দাঁড়ায় ৫২৭৯২-এ। নিফটিও নেমে যায় ১৬ হাজারের ঘরে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen