আড়ালে মানিক, বকলমে বিপ্লবই চালাচ্ছেন ত্রিপুরা? চাউর জোর গুজব
মুখ্যমন্ত্রী হওয়ার পর গত ১০ দিনে আগরতলার সচিবালয় ছেড়ে নাকি খুব একটা বেরোননি বর্তমান মুখ্যমন্ত্রী মানিক। পার্টি অফিস বা কর্মীর বাড়িহয় গেছেন, কিন্তু তা বাদ দিয়ে তাকে খুব একটা দেখা যায়নি।

কেন্দ্রীয় নেতৃত্বের চাপে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব দেবকে গত ১৪ মে আচমকাই ইস্তফা দিতে হয়। তারপর ত্রিপুরায় রাজ্যের পরিষদীয় দলের বৈঠক হয় এবং সদয় নিযুক্ত রাজ্য সবার সাংসদ মানিক সাহাকে নতুন মুখ্যমন্ত্রী করা হয়। মজার কথা, এরপর ১০ দিন কেটে গিয়েছে কিন্ত মানিকের দেখা নেই। গুজব চাউর হয়েছে বকলমে সরকার চালাচ্ছেন নাকি সেই বিপ্লব দেবই।
মুখ্যমন্ত্রী হওয়ার পর গত ১০ দিনে আগরতলার সচিবালয় ছেড়ে নাকি খুব একটা বেরোননি বর্তমান মুখ্যমন্ত্রী মানিক। পার্টি অফিস বা কর্মীর বাড়িহয় গেছেন, কিন্তু তা বাদ দিয়ে তাকে খুব একটা দেখা যায়নি।
এদিকে বিপ্লব দেব প্রকাশে ত্রিপুরার জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন, পার্টি কর্মসূচি বা প্রশাসনিক কর্মসূচিতেও যোগদান করছেন। শোনা যাচ্ছে, এখনো তিনি ডিএম, এসপি-দের নির্দেশ দিচ্ছেন, যদিও পদের বলে তিনি এখন একজন সাধারণ বিধায়ক। এর জন্যই নাকি প্রশ্ন উঠছে, আসলে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন কে? আড়ালে আবডালে বিজেপির অন্দরে নাকি বলা হচ্ছে যে মানিককে দাবিয়ে রাখতেই নাকি গায়ের জোয়ারি করে বিপ্লব এসব করে যাচ্ছেন।