পল্লবীর মত শেষ হয়ে যেতে চেয়েছিলেন তিনি, অবসাদে ভুগছিলেন বিদিশা?
সফল কেরিয়ার থেকে আর্থিক স্বচছলতা। সবই ঠিক চলছিল বিদিশার জীবনে।
Authored By:

পল্লবী দের পর আবার অভিনেত্রীর রহস্যমৃত্যু। এবার উদ্ধার হল ২১ বছরের মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদারের ঝুলন্ত মৃতদেহ। বুধবার সন্ধ্যায় নাগেরবাজার এলাকায় রামগড় কলোনীর ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়। দেড় মাস আগে এই ঠিকানায় ভাড়া থাকতে শুরু করেন অভিনেত্রী। বিদিশার মৃত্যুর তদন্ত করতে নেমেছে পুলিশ।
কিছুদিন আগে পল্লবীর মৃত্যুর পর বিদিশা পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে। ব্যক্ত করেছিলেন নিজের বিস্ময়। সেই বিদিশাই এবার বেছে নিলেন পল্লবীর পন্থা। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, পল্লবীর মৃত্যুর পর নানা সময়ে বিদিশা বলেছিলেন, তাঁরও পল্লবীর মত ফুরিয়ে যেতে ইচ্ছে করে। এর নেপথ্যে কি সম্পর্কের টানাপোড়েন? উড়িয়ে দেওয়া হচ্ছে না সেই সম্ভাবনা।
সফল কেরিয়ার থেকে আর্থিক স্বচছলতা। সবই ঠিক চলছিল বিদিশার জীবনে। তাহলে কেন এমন পরিণতি? অবসাদে ভুগছিলেন তিনি? ঘনিষ্ঠ সূত্রে খবর, বিগত কয়েকদিন হল স্তিমিত হয় গেছিল তাঁর জীবনযাপন। ঝিমিয়ে পড়েছিলেন তিনি। কাজেও মন দিতে পারছিলেন না। কিন্তু কেন এমনটা হল? কাজের চাপ নাকি সম্পর্কের ওঠানামা? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের।