প্রয়াত গায়ক কেকে, শোকস্তব্ধ সঙ্গীত মহল
প্রয়াত সংগীত শিল্পী কৃষ্ণকুমার কুননাথ ওরফে কেকে (KK)। বয়স হয়েছিল ৫৩ বছর। কলকাতার একটি বেসরকারি হাসপাতাল সিএমআরআই-এ তাঁর অকাল প্রয়াণ ঘটে। সুত্রের খবর, বুধবার নজরুল মঞ্চে এক অনুষ্ঠান শেষ করে হোটেলে ফিরেছিলেন সংগীত শিল্পী। তারপরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার হলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।
কেকের জন্ম ২৩ অগাস্ট, ১৯৬৮। নয়াদিল্লিতে ছোট থেকে বড় হয়েছিলেন তিনি। বেসিক হিন্দি গানে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। ১৯৯৭ সালে ‘হম দিল দে চুকে সনম’ চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করেছিলেন। এছাড়া বহু গানে বাংলা, হিন্দি, মালায়লম, মারাঠি, তামিল, তেলেগু, কন্নড় ভাষায় প্লেব্যাক করেছিলেন। ২০০৫-এ তামিল ভাষায় বেস্ট প্লেব্যাক সিঙ্গার হিসেবে নির্বাচিত হয়েছিলেন কেকে। ২০১০ সালে কন্নড় ভাষায় দক্ষিণী ফিল্ম ফেয়ার পুরস্কার পান।