অশান্ত কাশ্মীর, এবার খুন বিহারের পরিযায়ী শ্রমিক

২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের একবার কাশ্মীরে আঘাত আনল জঙ্গিরা।

June 3, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
ছবি সৌজন্য: IANS

২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের একবার কাশ্মীরে আঘাত আনল জঙ্গিরা। গতকাল, কুলগামে এক ব্যাঙ্ককর্মীকে গুলি করে হত্যা করা হয়। গতকাল রাতেই ফের একবার জঙ্গি হামলায় মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে আরও একজন শ্রমিক। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের বুদগাম অঞ্চলে।

গতকাল রাতে ওই এলাকার দুই ইঁটভাটা শ্রমিকের ওপর হামলা চালানো হয়। একজনের কাঁধে ও অন্যজনের হাতে গুলি করা হয়। দু’জনকেই সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে একজনের সেখানে মৃত্যু ঘটে। মৃতের নাম, দিলখুশ কুমার। তিনি বিহারের বাসিন্দা। কাশ্মীরি পণ্ডিত এবং উপত্যাকার অন্যান্য সংখ্যালঘুদের মধ্যে যেন ফের একবার নব্বইয়ের দশকের স্মৃতি ফিরে আসছে। ইতিমধ্যেই, উপত্যকা ছেড়ে পলায়ন শুরু করেছেন পণ্ডিত ও পরিযায়ী শ্রমিকরা।

এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে মোদী-শাহের কূটনীতি। ৩৭০ ধারা বিলোপ করে কী ফল মিলল? প্রশ্ন উঠছে!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen