ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ আমেরিকার

মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন ওই রিপোর্ট উল্লেখ করে বলেন, ভারতে সাধারণ নাগরিক এবং ধর্মীয়স্থলগুলির উপর আক্রমণের ঘটনা ঘটছে। আমেরিকা ধর্মীয় স্বাধীনতা রক্ষার সপক্ষে কঠোর অবস্থান রক্ষা করে যাবে।

June 3, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

ধর্মীয় স্বাধীনতা রিপোর্টে ভারতে সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করল আমেরিকা। বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতার মান পর্যালোচনা করে প্রতি বছর রিপোর্ট প্রকাশ করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। বিগত কয়েক বছরের মতে এবারও তারা ভারতে সংখ্যালঘুদের ধর্মাচরণের স্বাধীনতার মান নিয়ে প্রশ্ন তুলেছে।

মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন ওই রিপোর্ট উল্লেখ করে বলেন, ভারতে সাধারণ নাগরিক এবং ধর্মীয়স্থলগুলির উপর আক্রমণের ঘটনা ঘটছে। আমেরিকা ধর্মীয় স্বাধীনতা রক্ষার সপক্ষে কঠোর অবস্থান রক্ষা করে যাবে।

২০২১-এ ভারতে সংখ্যালঘুদের উপর আক্রমণ, হত্যা, ধর্মীয় কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। রিপোর্টে বলা হয়েছে, ‘ভারতের মতো বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং নানা ধর্মীয় বিশ্বাসের মানুষের বসবাসের দেশে আমরা সাধারণ নাগরিক ও তাদের উপাসনাস্থলে হামলার ঘটনা আমরা নজর করেছি।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen