সন্তোষী মার পুজো উপলক্ষে বাজেমেলিয়ায় শিশুদের পরিবেশন করে খাওয়ালেন মমতা

শুক্রবার দুপুরে বাজেমেলিয়া গ্রামে কৃষিজীবী সন্তোষী মাতার মন্দিরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

June 4, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
ছবি সৌজন্যে: hindustantimes

শুক্রবার দুপুরে বাজেমেলিয়া গ্রামে কৃষিজীবী সন্তোষী মাতার মন্দিরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই মন্দিরে মানত পূরণের পুজো দিয়েছেন মমতা। পুজো শেষে মায়ের পুজোর ভোগ নিজে হাতে পরিবেশন করেও খাইয়েছেন ১৬ জন কচিকাঁচাকে।

এদিন সন্তোষী মায়ের পুজো ও নারায়ণ সেবার কাজে মমতার সারাক্ষণের সঙ্গী ছিলেন সিঙ্গুর আন্দোলনের অন্যতম নেতা বেচারাম মান্না। এই মন্দিরে আসার আগে মুখ্যমন্ত্রী ষোলো শুক্রবারের ব্রত সেরেছেন, সেকথা জানিয়েছেন মন্দিরের পুরোহিত অনুপ চক্রবর্তী।

মুখ্যমন্ত্রীর হাত থেকে পরিবেশিত খাবারই শুধু নয়, তাঁর থেকে বিশেষ উপহারও পেয়েছে সাত-আট বছরের শিশুরা। সন্তোষী মায়ের পুজো-উৎসবকে কেন্দ্র করে এদিন ভক্তদের লুচি, আলু-কুমড়ো-পটলের ছক্কা ও ছোলার ডাল ভোগ হিসাবে খাওয়ানো হয়। মালিয়া ও কৈকালার মতো দূরদূরান্তের গ্রাম থেকেও মানুষ ভোগ খেতে বাজেমেলিয়ায় এসেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen