রবীন্দ্রসরোবরে নৌকাডুবিতে কিশোর-মৃত্যুর পর ক্লাবের বিরুদ্ধে এফআইআর লালবাজারের
কালবৈশাখীর মধ্যে গত ২১ মে রবীন্দ্র সরোবরের লেক ক্লাবে রোয়িং করতে নেমে ঝড়-বৃষ্টিতে তলিয়ে মৃত্যু হয় দুই কিশোরের।
তাদের এক জনের বাবা লেক ক্লাবের গাফিলতির অভিযোগ এনে এবার কলকাতা পুলিশের দ্বারস্থ হলেন। সেই অভিযোগের ভিত্তিতে লেক ক্লাবের বিরুদ্ধে এফআইআর দায়ের করল লালবাজার। নতুন করে হবে তদন্ত।
ক্লাব কর্তৃপক্ষ তদন্তে পুলিশকে সব রকম সাহায্য করবে বলেই জানিয়েছে। লালবাজার ও কেএমডিএ ক্লাবগুলিকে খসড়া প্রস্তাবও পাঠিয়েছে যেখানে বলা হয়েছে সরোবরে এই ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তার জন্য কী কী করণীয়।
গত ২১ মে রবীন্দ্র সরোবরের লেক ক্লাবে আন্তঃস্কুল প্রতিযোগিতার জন্য রোয়িং অনুশীলনে নেমেছিল কিছু কিশোর। সেই সময় শুরু হয় প্রচন্ড কালবৈশাখীর ঝড়বৃষ্টি। নৌকা উল্টে জলে তলিয়ে যায় নৌকায় থাকে সবাই, কিন্তু মৃত্যু হয় পূষন সাধুখাঁ ও সৌরদীপ চট্টোপাধ্যায় নামে দুই কিশোরের।
তদন্তে একাধিক গাফিলতির বিষয় বেরিয়ে আসে। এরপর লালবাজারে কেএমডিএ-র সঙ্গে লেকের রোয়িং ক্লাব গুলির বৈঠকে এসওপি তৈরী হয়, নিরাপত্তার জন্য।
এদিকে, ছেলের মৃত্যুর ঘটনায় লেক ক্লাবের গাফিলতির অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছেন সৌরদীপের বাবা। তদন্ত শুরু করেছে লালবাজার।