রাজ্য বিভাগে ফিরে যান

এবার পথ কুকুরদের ওপর চটলেন ধনখড়, পুরসভার কাছে আজব দাবি রাজভবনের

June 8, 2022 | < 1 min read

পথ কুকুরের জ্বালায় অতিষ্ঠ রাজভবন। জগদীপ ধনখড়ের নতুন অভিযোগ তৃণমূলকে নিয়ে নয়, সারমেয়দের বিরুদ্ধে। এই নিষ্পাপ প্রাণীগুলো নাকি নিরাপত্তা বলয় ভেঙে ভেঙে বারবার ভিতরে ঢুকে পড়ছে রাজভবন চত্বরে। এই জ্বালাতনের হাত থেকে বাঁচতে শেষমেশ রাজভবন থেকে ফোন গেল কলকাতা পুরসভার স্বাস্থ্যবিভাগে। এই পথ কুকুরদের তুলে নিয়ে যাওয়ার কাতর আর্তি রাজভবনের তরফে।

সূত্রের খবর, সোমবার দুপুরে পুরসভার এক শীর্ষ আধিকারিককে ফোন করেন রাজভবনের এক অফিসার। বলা হয়, দু-তিনটি কুকুর ফের জ্বালাচ্ছে। তাদের যেন তুলে নিয়ে যাওয়া হয়। স্বভাবতই এরপর লোক পাঠায় পুরসভা।

প্রায় ২০০০ একর এলাকাজুড়ে রয়েছে রাজভবন। এদিক-ওদিক প্রচুর গাছ-গাছালি। এর মধ্যে কীভাবে রাজভবনের ভেতরে ঢুকে ডেরা বাঁধছে পথকুকুরের দল, তা নিয়ে উঠছে প্রশ্ন। কিছুদিন আগেও নাকি পুরকর্তাদের কাছে ফোন গিয়েছিল রাজভবনে থেকে। তখনও পুরসভা কুকুর ধরতে একটি দল পাঠিয়েছিল। অত বড় জায়গায় ঝোপঝাড়ের মধ্যে থেকে কোনওমতে দু’টি কুকুর ধরে ফেলা হয়। তাতে খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল রাজভবন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jagdeep Dhankhar, #Raj Bhavan, #Dogs

আরো দেখুন